নোয়াখালীর মেয়ে চিত্রনায়িকা শবনম বুবলী ত্রাণসামগ্রী নিয়ে তাঁর এলাকায় ছুটে গেছেন। কবে গেছেন সে ব্যাপারে কিছু না বললেও ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন দুর্গত পরিবারের পাশে থাকার খবরটি। বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে নোয়াখালীর বিভিন্ন এলাকায় যান তিনি।
“প্রিয় মালতি’ সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শক টানছে; পরিচালক খুশি”
সংবাদ বিভাগ: সদ্য মুক্তি প্রাপ্ত বাংলা সিনেমা “প্রিয় মালতি” ক্রান্তিকালে তাঁর অভিনয় দক্ষতা মন রাঙিয়েছে, কখনও কখনও চোখে নিয়ে এসেছে ছলছলে, টলমলে জল। যেন হৃদয় ভেঙে গেল তার অভিনয় নৈপুণ্যে,…