জনগণের ভোটাধিকার নিশ্চিতে ৫ আগস্টে’র পুনরাবৃত্তি হতে পারে- মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন জনগণের অধিকার। নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার গঠন করতে চাই৷ দেশের জন্য প্রয়োজন হলে আরেকটি লড়াই হবে৷ ভোটের অধিকার আদায়ের দাবীতে ৫ ই আগস্টের মত আরেকটি অভ্যুত্থান গঠিত হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল। ২৩ শে ডিসেম্বর ঠাকুরগাঁওয়ের একটি জনসভায় এ বক্তব্য প্রদান করেন।

মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছর সবচেয়ে বেশী নির্যাতন নিপিড়নের শিকার বিএনপি৷ তারা জেল খেটে আন্দোলন করেছেন রাজপথে। ৫ই আগস্টের মাধ্যমে যেই অভ্যুত্থান সফল হয়েছে তা ছিলো জনগনের। শুধুমাত্র ছাত্রদের নামে এটাকে চালিয়ে দিলে হবেনা। বিএনপি এত বছর লড়াই করেছে বলেই ছাত্ররা সফল হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র আঁকছে। এই বিপ্লবকে ছাত্র আআন্দোলন বলে উগ্রবাদী আন্দোলন বলে প্রমাণ করতে চাচ্ছেন। অথচ এই আন্দোলন ছিলো জনতার। ছাত্রদের এই মূহুর্তে উগ্রবাদী কোন কর্ম না করার জন্য আহবান জানান মির্জা ফখরুল।

—নিজস্ব প্রতিবেদক

  • Related Posts

    “নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল,যা বলছে ডিএমপি”

    সংবাদ বিভাগ : রাজশাহী: রাজধানী ঢাকায় হঠাৎ হঠাৎ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ঝটিকা মিছিল নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (১৯ এপ্রিল) ডিএমপির ভেরিফায়েড…

    “রাজনীতি’র নয়া বাতাস”

    সংবাদ বিভাগ: জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দীর্ঘদিনের মিত্র বিএনপির সঙ্গে সম্পর্কে ফাটল দেখা দেয় জামায়াতে ইসলামীর। দুই দলেরই অবস্থা হয়ে ওঠে বিপরীতমুখী। সভা-সমাবেশে একদলের নেতারা অন্য দলের নেতাদের বিরুদ্ধে কথা বলতেও…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *