আদিম ষড়যন্ত্র

লড়াইটা খাদ্যর ছিলো, শিকার এর ছিলো
আমরা যা খেতাম তাই শিকার করেছি
আনন্দে ভাগাভাগি আর উৎস করেছি।

এখন বদলে গেল ইতিহাস মানুষের
সকালে নেই বিকাল নেই সব সময় কেবলি,
মানুষ আরেকটা মানুষ শিকার করছে।

জীবন যুদ্ধ নামে প্রতিটা মানুষকে যোদ্ধা বনালাম
লেলিয়ে দেওয়া হলো আরেক টা মনুষের উপর।

চাহিদা কমে গেলে মানুষ আর মিথ্যা বলে না।।
চাহিদার ইঁদুরশিকারের প্রতিযোগিতায় নামিয়ে
দেওয়া হলো প্রতিটি মানুষ কে।

সরল অংকে বুঝিয়ে দেওয়া হলো
এই টাকার এই ক্ষমতা
এই ধর্মের এই ক্ষমতা
এই আচরণ এর এই মানে।
মানুষ দিশেহার ঘুরছে অবিরাম।

অতঃপর যুদ্ধে পরাজিত সৈনিক গণ
মানুষ হয়না আর কোন দিন।

মিথ্যা জালের ভেতরে মানুষ আটকে গেল
প্রজন্মের পর প্রজন্ম নতুন জাল বুনে বুনে
মানুষ গুলো আর মানুষ রইলো না।

অসম্ভব মানব আচরণ কেবলি
বৈভবের যুদ্ধ ঘোষনা করে করে
নিরব হত্যার খেলা খেলে যাচ্ছে।

রক্তক্ত পৃথিবী এখন ও ঘুরছে
আমরা আর উৎসব করি না
আমরা যারা এই সময়ের ভেতর দিয়ে যাচ্ছি
এক একটা মিথ্যা প্রতিযোগিতা
ঠেলে ঠেলে নোংরা মানুষের ভেতর দিয়ে যাচ্ছি।

আমাদের জীবন আমাদের
একান্ত একাকিত্বের
অবসর।

 

-দেবব্রত সুবীরের কবিতা

  • Related Posts

    ” ভেতরের কবিতা”

    যে পথ এসে মিশে গেছে মনাঞ্চলের ত্রিসীমানায়- সে পথে কি কাউকে ফিরিয়ে দেয়া যায়? যে অশ্রুনদী কূল হারিয়েছে- একজোড়া কাঁজল চোখের নিভৃত কান্নায়; ভালোবাসতে হলে কি? এর চেয়ে বেশি কাছে…

    রাশিদুল হাসান সুজনে’র নতুন কবিতা- “মোহনিয়া”

    জানি না! ক্রমশ তোমার কাছে যাচ্ছি? নাকি খুব ধীরে; দু’জনার দূরত্ব বাড়াচ্ছি? কিছুই জানিনা? জীবনের রং বে-রঙের পৃষ্ঠায়- জারি-সারি-ভাটিয়ালী গানের মত গভীর উর্বর মাটির টানে, মায়া ভরা গানে; হৃদপিন্ডের শান্ত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *