দেশের কোন কোন আদালতে এখনও লোহার খাঁচা রয়েছে- জানতে চায় হাইকোর্ট’

সংবাদ বিভাগ: দেশের কোন কোন আদালত থেকে লোহার খাঁচা সরানো হয়েছে আর কোন কোন আদালতে এখনো আছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে চার সপ্তাহের মধ্যে আইনসচিবকে আদালতে অগ্রগতি (কমপ্লায়েন্স) প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

অধস্তন আদালতের এজলাস কক্ষ থেকে লোহার খাঁচা অপসারণের নির্দেশনা চেয়ে ১০ আইনজীবী গত বছরের ২৩ জানুয়ারি রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে একই বছরের ২৪ ফেব্রুয়ারি হাইকোর্ট রুলসহ আদেশ দেন। দেশের কোন কোন আদালতের ভেতরে (অধস্তন আদালতের এজলাস কক্ষ) লোহার খাঁচা রয়েছে, এ বিষয়ে ৬০ দিনের মধ্যে আইনসচিবকে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি আদালতে ওঠে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। পরে আইনজীবী শিশির মনির বলেন, দেশের অধস্তন আদালতে কোথায় কোথায় এখনো লোহার খাঁচা রয়েছে, কোন কোন আদালত থেকে খাঁচা সরানো হয়েছে, সে বিষয়ে চার সপ্তাহের মধ্যে কমপ্লায়েন্স (প্রতিবেদন) দিতে বলা হয়েছে। পরবর্তী শুনানির জন্য ১০ ফেব্রুয়ারি দিন রাখা হয়েছে। কোনো সভ্য সমাজে লোহার খাঁচার পদ্ধতি নেই, যা মানবাধিকারের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন আদালত। – নিজস্ব প্রতিবেদক

  • Related Posts

    “রাজশাহীতে ১০ লাখ টাকা ছিনতাই চোখে ছিটালো মরিচের গুড়া”

    সংবাদ বিভাগ : রাজশাহী: রাজশাহীতে রিকশায় থাকা এক ব্যক্তির চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (২০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানার…

    “অর্ধশতাধিক নতুন দল নিবন্ধন প্রার্থী, সময় বাড়ানোর তাগিদ ৪৬ টি দলের।”

    সংবাদবিভাগ :রাজশাহী: নিবন্ধন পেতে ৬৫ রাজনৈতিক দল নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে। এছাড়া ৪৬টি দল আবেদন করতে আরও সময় চেয়েছে। রোববার (২০ এপ্রিল) নিবন্ধন আবেদনের সময় শেষে এমন তথ্য জানিয়েছেন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *