জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের ১ম গেজেট প্রকাশ

সংবাদ বিভাগ: জুলাই-গণঅভ্যুত্থানে-শহীদদের-গেজেট: সারা দেশে ৮৩৪ শহীদের নাম উল্লেখ করে এ গেজেট প্রকাশ করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত বুধবার প্রকাশিত ওই গেজেটে মেডিক্যাল কেস আইডি, নাম, বাবার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি বৃহস্পতিবার প্রকাশ করা হয়।
শহীদ ও আহত লোকজনকে ক্ষতিপূরণ দিতে ‘জুলাই গণঅভ্যুত্থানের অধিদপ্তর’ করতে যাচ্ছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে শহীদদের সংখ্যা ৮৩৪ জন আর আহতদের সংখ্যা প্রায় ১৫ হাজার।

মূলত এ গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষা করতে এবং হতাহতদের ক্ষতিপূরণ দিতে কাজ করবে এ অধিদপ্তর।

সরকারের গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হতাহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছিল গত ২১ ডিসেম্বর।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জুলাই-আগস্টে নিহত এবং আহত লোকজনের তালিকা তৈরি করতে গত ১৫ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে। যাচাই-বাছাই শেষে বুধবার শহীদদের নাম প্রকাশ করে প্রথম গেজেট হয়।

  • Related Posts

    “রাজশাহীতে ১০ লাখ টাকা ছিনতাই চোখে ছিটালো মরিচের গুড়া”

    সংবাদ বিভাগ : রাজশাহী: রাজশাহীতে রিকশায় থাকা এক ব্যক্তির চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (২০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানার…

    “অর্ধশতাধিক নতুন দল নিবন্ধন প্রার্থী, সময় বাড়ানোর তাগিদ ৪৬ টি দলের।”

    সংবাদবিভাগ :রাজশাহী: নিবন্ধন পেতে ৬৫ রাজনৈতিক দল নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে। এছাড়া ৪৬টি দল আবেদন করতে আরও সময় চেয়েছে। রোববার (২০ এপ্রিল) নিবন্ধন আবেদনের সময় শেষে এমন তথ্য জানিয়েছেন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *