“শাটডাউন প্রত্যাহার, রবিবার থেকে সচল জবি”

সংবাদ বিভাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শাটডাউন প্রত্যাহার করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে রবিবার থেকে ক্লাস চালু হবে বলে জানা যায়। সেনাবাহিনীর হাতে বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের একটি বিজ্ঞপ্তি ঘোষণা দিলে শাটডাউন প্রত্যাহার করে শিক্ষার্থীরা। এর আগে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরসহ তিন দফা দাবিতে অনশনসহ শাটডাউনের ঘোষণা দিয়েছিলেন তারা।

শুক্রবার (১৭ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শাটডাউন প্রত্যাহারের বিষয়টি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ জানুয়ারি সকাল ৮টা থেকে আমাদের তিন দফা দাবিতে শুরু হওয়া গণ-অনশন কর্মসূচি এবং ১০ জানুয়ারি থেকে চলমান ক্যাম্পাস শাটডাউন কর্মসূচির ফলে আমাদের দাবিগুলোর মধ্যে প্রথম দুটি সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ বুঝিয়ে দেওয়ার কার্যক্রম শুরু করেছে। একইসঙ্গে বানীভবন হল এবং ডা. হাবিবুর রহমান হলের স্টিল বেইজ স্ট্রাকচার নির্মাণে সেনাবাহিনীর অন্তর্ভুক্তির বিষয়টিও সামনে এসেছে।

তবে আমাদের তৃতীয় দাবি, যতদিন আবাসন ব্যবস্থা না হয়, ততদিন পর্যন্ত ৭০% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে, যা এখনো পূরণ হয়নি।

এই দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ‘শিক্ষার্থীদের আবাসন ভাতার বিষয়ে জরুরিভিত্তিতে একটি কমিটি গঠন করা হবে। উক্ত কমিটি এ বিষয়ে একটি প্রস্তাবনা তৈরি করে তা সংশোধিত বাজেট বা ২০২৫-২৬ বাজেটে অন্তর্ভুক্ত করে ইউজিসি-তে উপস্থাপন করবে এবং তা বাস্তবায়নে প্রচেষ্টা চালাবে।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর আস্থা রেখে এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করার সিদ্ধান্তে আমরা আগামী রবিবার থেকে চলমান শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করছি। বিশেষ বিবেচনায়, রবিবার সেমিস্টার ফাইনাল ও মিডটার্ম না রাখার জন্য অনুরোধ করছি।

তবে, তৃতীয় দাবির বিষয়ে কোনো অগ্রগতি দেখা দিলে ফের কঠোর কর্মসূচি ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

  • Related Posts

    “রাজশাহী শিক্ষা বোর্ডে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত”

    সংবাদ বিভাগ: ব্যুরো প্রধান, রাজশাহী: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে শান্তিপূর্ণভাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে পরীক্ষা…

    “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন মীর সরফত আলী সপু”

    সংবাদ বিভাগ: শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। বৃহস্পতিবার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ও রাঢ়ীখাল ইউনিয়ন এর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *