তরুণদের বিজয়ের স্পিরিট ধরে রাখতে বইয়ের বিকল্প নেই : শিল্প উপদেষ্টা

সংবাদ বিভাগ: তরুণ প্রজন্মের বিজয়ের স্পিরিট ধরে রাখতে বইয়ের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। তিনি বলেন, “আমাদের ইতিহাস তৈরির ঐতিহ্য যেমন রয়েছে, তেমনই তা হারিয়ে যাওয়ার ঘটনাও দেখা গেছে। তবে তরুণ প্রজন্ম সংগ্রাম করে বিজয় অর্জন করেছে। এ বিজয় ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বই হলো সেই সঙ্গী, যা আমাদের ইতিহাস ও ঐতিহ্য ধারণে সহায়তা করে।”

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে কক্সবাজারের গোল চত্বর মাঠে নয় দিনব্যাপী বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে কক্সবাজারে এই জেলা বইমেলা অনুষি হয়। মেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থা, স্থানীয় লেখক ও সংগঠনের স্টল স্থান পায়।

শিল্প উপদেষ্টা বলেন, “যদি বই আমাদের সঙ্গী হিসেবে থাকে, তবে আমরা আমাদের কাজকে গভীরভাবে বুঝতে পারি, ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করতে পারি এবং কক্সবাজারের শহীদ ও আহতদের পাশে দাঁড়াতে পারি। সর্বোপরি, জনগণের সঙ্গে একাত্ম হওয়া সম্ভব হয়।”

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিল্প উপদেষ্টা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় মেলায় জুলাই বিপ্লবের স্মৃতি ফুটিয়ে তোলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কক্সবাজারকে ধন্যবাদ জানান তিনি।

  • Related Posts

    “ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচারের দাবীতে সারাদিন ব্যাপি রাজধানীর শাহবাগ অবরোধের কর্মসূচি ছাত্রদলের।”

    ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়া সাম্য হত্যার বিচারের দাবীতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ…

    “৫৪ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি”

    ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী): পদ্মাসহ দেশের ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি জানানো হয়েছে। বুধবার (২১ মে) রাজশাহীতে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়েছে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *