সংস্কার ও নির্বাচন মধ্যে কোন বিরোধ নেই সমান্তরালে এগিয়ে যেতে পারে: ফখরুল

সংবাদ বিভাগ: দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার তার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কার অব্যাহত থাকবে; নির্বাচনও চলবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার ও নির্বাচন একটি থেকে আরেকটি পৃথক নয়। দুটোই নির্বিঘ্নে এবং সমান্তরালে এগিয়ে যেতে পারে।

জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার তার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কার অব্যাহত থাকবে; নির্বাচনও চলবে।

তিনি বলেন, যে দল নির্বাচনে জয়ী হবে এবং সরকার গঠন করবে, তারাই সংস্কার এগিয়ে নিয়ে যাবে।

বিএনপির বর্ষীয়ান এ রাজনীতিক আশ্বস্ত করে বলেন, ‌‘আমরা আমাদের দলের পক্ষ থেকে এটা পরিষ্কারভাবে বলতে পারি যে, আমরা প্রতিটি সংস্কার (যদি আমরা সরকার গঠন করি) এগিয়ে নেব।’

চার সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে মন্তব্য জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি মির্জা ফখরুল।

তিনি উল্লেখ করেন, সরকার বলেছে যে, তারা প্রতিবেদন পাওয়ার পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে এবং তার পরে সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবে।

তবে ঐকমত্য ছাড়া কোনো সংস্কার প্রস্তাব গ্রহণ করা হবে না বলে জানান বিএনপির মহাসচিব।

তিনি বলেন, ‘একই সঙ্গে আমরা সকল মানুষের মধ্যে শক্তিশালী ঐক্য কামনা করি এবং আশা করি যে, আমরা শিগগিরই একটি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে আসতে পারি; একটি সঠিক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি।’

এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল।

বেলা সোয়া ১১টার দিকে ফখরুলের নেতৃত্বে বিএনপির কয়েক হাজার নেতা-কর্মী শেরেবাংলা নগরে জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে তারা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

ওই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, আবদুস সালাম, কামরুজ্জামান রতন, মীর সরাফত আলী, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল আলম নীরব, ডা. রফিকুল আলম মঞ্জুসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

  • Related Posts

    “ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাককে ঘোষণা করলেন আদালত”

    সংবাদ বিভাগ: ২০২০ সালের ঢাকা দক্ষিণের নির্বাচনে ফজলে নুর তাপসকে মেয়র থেকে বাতিল করে বিএনপির ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেছে আদালত। বৃহস্পতিবার (২৭ মার্চ) নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম…

    “শিশু আছিয়ার মৃত্যুতে শোক জানাল ইউনিসেফ”

    সংবাদ বিভাগ: (প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫ইং) মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে আন্তর্জাতিক শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। একই সঙ্গে নারী ও শিশুদের ওপর সহিংসতার বিষয়ে অন্তর্বর্তী সরকারের ‘জিরো…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *