‘সময়ের অন্যতম সেরা গল্পের নাটক ‘প্রিয় কুন্তলা’

সংবাদ বিভাগ:

প্রিয় কুন্তল: গল্প ও চিত্রনাট্য : নাবিহা নুপুর
নির্মাতা : তৌহিদ আশরাফ
প্রযোজক: রেজওয়ান আহমেদ জিসান।

খুব ছোট বেলায় একটা দুর্ঘটনায় মাকে হারায় কুন্তল। সেই ধাক্কা এখনো সে সামলে উঠতে পারেনি, স্ত্রী চলে যাওয়ার পর থেকে আর বিয়ে করেনি কুন্তলের বাবা, এখনো মাতাল হয়ে স্ত্রীর সাথে কথা বলেন তিনি তবে ছেলের প্রতি রাগ অভিমান এখনো যায়নি তার। সে কারনেই ছেলের সাথে কথা বলেন না তিনি।

নীলা, কুন্তলের ছোটবেলার বন্ধু। সে কুন্তল কে অনেক ভালোবাসে কিন্তু কুন্তল কাওকেই ভালোবাসে না।  সে চায় সবাই তার থেকে দুরে থাকুক, কেও তাকে না ভালোবাসুক। কুন্তলের আর কোন বন্ধু নেই , শুধু মহল্লার কুকুরদের সাথে তার খুব সখ্যতা সে তাদের সাথে গল্প করে কথা বলে।

নীলার অন্য কোথাও বিয়ে ঠিক হয়, আর কুন্তল সব ভালোবাসা অভিমান জমিয়ে রাখে শাস্তি দেয় নিজেকে , অপেক্ষা করে সব সমাপ্তির।

অভিনয়: আরস খান, প্রিয়ন্তী ঊর্বী, পারভেজ সুমন, শওকত মামুন, দ্বীপান্বিতা রয়, তমাল মৌলিক , শিশুশিল্পী অরন্য বিশ্বাস সহ আরো অনেকেই
প্রিয় কুন্তল: গল্প ও চিত্রনাট্য : Nabiha Nupur
নির্মাতা : Touhid Ashraf
প্রযোজক : Rezwan Ahmed Jisan

অভিনয় : Arosh Khan Priyontee Urbee Parvez Shumon Showkat Hossain Mamun Dipanwita Roy Tomal Moulik Aronno Biswas সহ আরো অনেকে
একটি বিশেষ চরিত্রে : Farid Mazumder
SPECIAL THANKS : Israt Jahan Muniya
চিত্রগ্রাহক : Murobbi Sk
সহকারী পরিচালক : Joy Chowdhury Ashikuzzaman Sheikh
গান ও আবহসংগীত : Siamoon Sajid
সম্পাদনা ও রঙ বিন্যাস : Md. Shamim Rahman
স্থিরচিত্র : Armaan Khan
পোষ্টার নকশা : Bilal Ahmed. দেখবেন Boyatibari entertainment ১লা ফেব্রুয়ারি

— বয়াতি বাড়ি কর্তৃপক্ষ

  • Related Posts

    “প্রিয় মালতি’ সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শক টানছে; পরিচালক খুশি”

    সংবাদ বিভাগ: সদ্য মুক্তি প্রাপ্ত বাংলা সিনেমা “প্রিয় মালতি” ক্রান্তিকালে তাঁর অভিনয় দক্ষতা মন রাঙিয়েছে, কখনও কখনও চোখে নিয়ে এসেছে ছলছলে, টলমলে জল। যেন হৃদয় ভেঙে গেল তার অভিনয় নৈপুণ্যে,…

    “আরশ খান অভিনীত নাটক ‘প্রিয় কুন্তল’ ট্রেলারেই বাজিমাত”

    সংবাদ বিভাগ: বর্তমান সময়ের অন্যতম সেরা গল্পে নির্মিত জনপ্রিয় নায়ক আরশ খান ও নায়িকা প্রিয়ন্তী ঊর্বী অভিনীত নতুন নাটক ‘প্রিয় কুন্তল’-এর ট্রেলার আজ ইউটিউবে মুক্তি পেয়েছে। তৌহিদ আশরাফের পরিচালনায় নির্মিত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *