এক সপ্তাহে’র মধ্যে হয়রানিমূলক প্রায় আড়াই হাজার মামলা প্রত্যাহার করা হবে : আইন উপদেষ্টা

সংবাদ বিভাগ; আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে গায়েবি ও রাজনৈতিক হয়রানিমূলক আড়াই হাজারের বেশি মামলা শনাক্ত করতে পেরেছি। এসব মামলা সাত দিনের মধ্যে প্রত‍্যাহার করতে পারব বলে আশা করছি। ২৫টি জেলায় এসব মামলা হয়েছে।’

সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে গায়েবি ও রাজনৈতিক হয়রানিমূলক আড়াই হাজারের বেশি মামলা শনাক্ত করতে পেরেছি। এসব মামলা সাত দিনের মধ্যে প্রত‍্যাহার করতে পারব বলে আশা করছি। ২৫টি জেলায় এসব মামলা হয়েছে।’

সাইবার নিরাপত্তা আইনে যে মামলাগুলো হয়েছে, সেগুলোও প্রত্যাহারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আসিফ নজরুল। তিনি বলেন, ‘এরই মধ্যে অনেক মামলা প্রত‍্যাহার করা হয়েছে। বাকিগুলোও পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে।’

  • Related Posts

    “লাল সবুজের জার্সিতে খেলতে দেশে আসছেন হামজা চৌধুরী।”

    সংবাদ বিভাগ: বর্তমানে বাংলাদেশে ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত একটি নাম হলো হামজা দেওয়ান চৌধুরী। কয়েকদিন পূর্বেই বাংলাদেশের জার্সিতে বাংলাদেশের হয়ে খেলবে বলে নিশ্চিত করেছেন ইংলিশ ফুটবলের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। পরিশেষে অপেক্ষার…

    “আমাদের ওপর আক্রমণ করবেন না: আইজিপি”

    সংবাদ বিভাগ: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আমাদের কাজ করতে দেন। অনুগ্রহ করে আমাদের ওপর আক্রমণ করবেন না। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০টায় গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় শিল্পপুলিশ-২ এর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *