
সংবাদ বিভাগ: শুক্রবার (২৪ জানুয়ারি) বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকার দেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এক-এগারো এবং মাইনাস আলাপটা কিছুদিন সর্বপ্রথম বিএনপি রাজনীতির মাঠে আনে। বিএনপি কেমন জানি মনে করে, এই সরকার হয়েছে শুধু নির্বাচন দেওয়ার জন্য। এই সরকারকে তারা নির্বাচিত বলে না, এটি তাদের ভুল বক্তব্য। নির্বাচনের মাধ্যমে পটপরিবর্তন হলে নির্বাচিত সরকার ক্ষমতায় আসে। এখানে অভ্যুত্থানের মাধ্যমে পটপরিবর্তন হয়েছে।
নাহিদ ইসলাম আরো বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার এসেছে অন্তর্বর্তী সময়ের জন্য। এ সরকার জুলাই আগস্ট গণহত্যার বিচার, সংস্কার এবং নির্বাচন করবে। এ সরকারের কাছে বিচার এবং সংস্কার দুটোরই সমান প্রায়োরিটি। আমরা ছাত্ররা সরকারে এসেছি ওয়াচডগের ভূমিকা পালন করতে। যাতে সরকার গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি সঠিকভাবে করতে পারে।
তিনি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী আরাফাত এর সাম্প্রতি একটি ফেসবুক পোস্ট এর কথা উল্লেখ করে বলেন যে “সে কিন্তু স্ট্যাটাস দিয়েছে যে, এটা অবৈধ ও অনির্বাচিত সরকার, একটা নিরপেক্ষ সরকার লাগবে, এর সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। সেই একই টোনে আমরা যখন বিএনপিকে কথা বলতে দেখি, তখন এটা কিন্তু একটা সন্দেহ তৈরি করে। ( গত বুধবার বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি’র অবস্থান তুলে ধরার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ‘বর্তমান সরকার নিরপেক্ষ না থাকতে পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে।’ ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত।)
নাহিদ ইসলাম বলেন, ‘আমি মনে করিনা যে এটা তারা (বিএনপি) ওই উদ্দেশ্য থেকে বলেছে; কিন্তু তাদের কথার টোনটা কিন্তু আওয়ামীলীগের সেই টোনের সাথে মিলে যাচ্ছে।
-নিজস্ব প্রতিবেদক