সংবাদ বিভাগ: ২৬ এ জানুয়ারি রবিবার সন্ধ্যায়, সাত কলেজের প্রো ভিসি মামুন স্যার সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে খারাপ আচরণ করায় সাত কলেজ অন্তর্ভুক্ত ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে প্রো ভিসির বাস ভবন ঘেরাও কর্মসূচি দিয়ে ভিসির ভবনের দিকে এগিয়ে যায়। ঢাকা ভার্সিটির গেইটে ঢাবির ছাত্ররাও একজোট হয়ে ঢাকা কলেজের ছাত্রদের বাঁধা দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।
তখনই এক পাশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র পুলিশি প্রটকলে ঢাকা কলেজের ছাত্রদের উপর আক্রমণ করে। ছাত্রদের সাথে পুলিশও টিয়ারগ্যাস নিক্ষেপ করে ছাত্রদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে৷ এখানে গুরুতর আহত ঢাকা কলেজের শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ছাত্র অধিকারের রাকিব।
এতে করে পরিস্থিতি আরো ভয়ানক হয়ে যায়। সাত কলেজের ছাত্ররা ঢাবির মুখোমুখি হয়ে পালটা ধাওয়া করা শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পুলিশের পাশাপাশি ২ ইউনিট বিজিবি মোতায়েন করা হয়। কিন্তু পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে থাকে। এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনার, কাদেররা ঘটনাস্থলে নেমে এসে ছাত্রদের শান্ত করার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়ে যায়।
সাত কলেজকে সমর্থন জানিয়ে ইডেন মহিলা কলেজ এবং তিতুমীর কলেজ মধ্যরাত রাতে গেট ভেঙ্গে রাস্তায় নেমে যায়। এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসেনি। প্রো ভিসি মামুন স্যার বিষয়টি দুঃখপ্রকাশ করেন। ছাত্ররা এই ঘটনার জন্য দায়ী করছেন প্রো ভিসি মামুন স্যারকে৷
—নিজস্ব প্রতিবেদক