“দীর্ঘ ১৮ বছর পর চট্টগ্রামে পাঁচ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল”

সংবাদ বিভাগ: চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দানে দীর্ঘ ১৮ বছর পর আজ (২৭ জানুয়ারি) সন্ধ্যায় শুরু হলো ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। পাঁচ দিনব্যাপী এই আয়োজন চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত এ মাহফিল চট্টগ্রামের ধর্মীয় সংস্কৃতিতে একটি বিশেষ স্থান দখল করে আছে।
মাহফিলের উদ্বোধন ও সূচনা লগ্নে আয়োজক কমিটির সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের বলেন, এই মাহফিল কেবল ধর্মীয় আলোচনা নয়, এটি চট্টগ্রামের ধর্মীয় ঐতিহ্যের প্রতীক। আমরা আশা করছি, মাহফিলে লাখো মানুষের সমাগম হবে। সবাই যাতে সুশৃঙ্খলভাবে তাফসির শুনতে পারেন, সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। এই মাহফিলের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর স্মৃতি। ১৮ বছর আগে তার উপস্থিতিতে পুরো প্যারেড ময়দান পরিণত হতো জনসমুদ্রে। তার কণ্ঠে তাফসির শুনতে হাজারো মানুষ ভিড় জমাতেন। আল্লামা সাঈদী প্রতি বছর এখানে এসে কুসংস্কার, বেদাতসহ ইসলামবিরোধী নানা বিষয়ের ওপর কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য দিতেন।ফ্যাসিবাদী সরকার এই মাহফিলের বিরুদ্ধে ১৪৪ দ্বারা জারি করেছিল।
মাহফিলের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছেন জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী। মাহফিলের শেষদিন তিনি প্রধান মুফাসসির হিসেবে তাফসির পেশ করবেন। একইসঙ্গে উপস্থিত থাকবেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র শামীম সাঈদী। বিশিষ্ট আলেম মাওলানা কামাল উদ্দিন জাফরি, মুফতি আমীর হামজা, কামরুল ইসলাম সাঈদ আনসারী, মাওলানা আব্দুল্লাহ আল আমীন। আয়োজকরা জানিয়েছেন, পাঁচ দিনব্যাপী এই মাহফিলে প্রায় ৩০ লাখ মানুষের সমাগম হতে পারে। এতে শেষ দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মাওলানা আ ফ ম খালিদ।
প্যারেড ময়দান ছাড়াও আশপাশের এলাকায় প্যান্ডেল ও পর্দার মাধ্যমে তাফসির শোনার ব্যবস্থা রাখা হয়েছে। নারী শ্রোতাদের জন্য মহসিন কলেজ মাঠ, কাজেম আলী হাই স্কুল, গুলজার বেগম হাই স্কুল, কিশলয় কমিউনিটি সেন্টার এবং কাপাসগোলা কলেজে বিশেষ প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, মাহফিল সফল করতে ইতোমধ্যে স্যানিটেশন, খাবার পানি, মেডিকেল টিমসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন চট্টগ্রাম নগর জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা। মাহফিলের প্রতিটি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন টিম গঠন করা হয়েছে। মাহফিলের শ্রোতারা চকবাজার ছাড়াও আশপাশের এলাকাজুড়ে ছড়িয়ে পড়বেন। আয়োজক কমিটির তথ্যমতে, দক্ষিণে আন্দরকিল্লা শাহি জামে মসজিদ মোড় থেকে উত্তরে মেডিক্যাল কলেজ ও পাঁচলাইশ থানা মোড় পর্যন্ত এবং পূর্বে ধুনির পোল থেকে পশ্চিমে সিজিএস স্কুল মোড় পর্যন্ত শ্রোতাদের অবস্থান থাকবে।পাঁচ দিনের এই তাফসির মাহফিল শুধু ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি চট্টগ্রামের মানুষের হৃদয়ের সঙ্গে জড়িয়ে আছে আয়োজকরা আশা করছেন,আগামীকাল থেকে কয়েকলাখ মানুষের উপস্থিতিতে মাহফিল আবারও তার পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনবে।

  • Related Posts

    “আমাদের ওপর আক্রমণ করবেন না: আইজিপি”

    সংবাদ বিভাগ: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আমাদের কাজ করতে দেন। অনুগ্রহ করে আমাদের ওপর আক্রমণ করবেন না। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০টায় গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় শিল্পপুলিশ-২ এর…

    “জানাজানি হওয়ায় ঘুষের টাকা ফেরত দিলেন এসআই”

    সংবাদ বিভাগ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের জাটিয়া উচ্চ বিদ‍্যালয়ের নৈশপ্রহরী মো. আরমান হোসেন (২৪) হত্যা মামলায় পুলিশের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশের পর টাকা ফেরত দিয়েছেন। ছবি: এসআই নজরুল ইসলাম। বুধবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *