সংবাদ বিভাগ: দীর্ঘ ১৭ বছর পর চট্টগ্রামে শুরু হয়েছে তাফসীরুল কুরআন মাহফিল।৫ দিন ব্যাপি এ আয়োজনের ১ম দিনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক বক্তা হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন।
ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাফিলের প্রধান মুফাসসিরের বক্তব্যে তিনি বলেন,স্বৈরাচার বিচারের নামে প্রহসন করেছেন,দিল্লির প্রেসক্রিপশনে আল্লামা সাইদিকে হত্য করা হয়েছে। তার নাম না নিলে বড়ই কৃপণতা হয়ে যাবে।
দীর্ঘ ১৭ বছর পর চট্টগ্রামে ইসলামী সমাজকল্যাণ পরিষদ আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল শুরু হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর প্যারেড ময়দানে পাঁচ দিনব্যাপী এই মাহফিল শুরু হয়েছে। মাহফিল চলবে শুক্রবার (৩১ জানুয়ারি) পর্যন্ত। সেদিন (৫ম দিন) মাহফিলে অংশ নেবেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানু রহমান আজহারী।
পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় তাফসির মাহফিলের অনুষ্ঠানিকতা। পরে হামদে বারিতায়ালা পরিবেশন করেন বাকলিয়া স্কুলের ছাত্র আব্দুল্লাহ আল কাফি।
গতকাল সন্ধ্যা সোয়া ৬টায় হাফেজ কারি সিরাজ মোস্তাকিমের পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় মাহফিলের অনুষ্ঠানিকতা। উদ্বোধনী বক্তব্য দেন ইসলামী সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের। তাফসির পেশ করেন জনপ্রিয় ইসলামিক বক্তা হজরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন।
তাফসীরুল কুরআন মাহফিল বাস্তবায়নে গঠিত
শৃঙ্খলা কমিটির প্রধান অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন ও সমাজ কল্যাণ পরিষদের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা খাইরুল বাশারের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্যে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের বলেন, ১৯৭৬ সাল থেকে প্রস্তুতি নিয়ে ১৯৭৮ সালে এ তাফসিরুর কোরআন মাহফিলের যাত্রা শুরু হয়। নানা বাধা বিপত্তি স্বত্তেও আমরা এ মাহফিলের কার্যক্রম চালিয়ে নিয়েছি। ২০০৯ সালে আমরা মাহফিলের আয়োজন করেছিলাম কিন্তু জরুরি অবস্থা জারি করে বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘদিন পর আজ আমরা মাহফিলের আয়োজন করতে পেরেছি।
আয়োজকদের তথ্য অনুযায়ী, মাহফিলের দ্বিতীয় দিন মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনছারী, তৃতীয় দিন মুফতি আমির হামজা, চতুর্থ দিন মাওলানা কামালুদ্দীন জাফরী এবং পঞ্চম ও শেষ দিনে বক্তব্য দেবেন মিজানুর রহমান আজহারী। সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
১ম দিনের মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামী সমাজ কল্যাণ
পরিষদের প্রধান উপদেষ্টা ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, প্রবীণ আলেম
মাওলানা এবিএম সিদ্দিকুল্লাহ, পরিষদের সহ-সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম,
সেক্রেটারি অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার, অধ্যক্ষ আ ন ম সলিমুল্লাহ, অধ্যক্ষ বদরুল হক,
অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন প্রমুখ |
এস এম ইরফান ( চট্টগ্রাম)