সাবেক জনপ্রশাসন মন্ত্রী’র দুই দিনের রিমান্ড মঞ্জুর

সংবাদ বিভাগ: সাবেক জনপ্রশাসনমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। ফাইল ছবি

মামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবু সালেহ মোহাম্মদ নাছিম আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন। তবে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে মেহেরপুর জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহার বৃহস্পতিবার সকালে এ আদেশ দেন।

এর আগে মেহেরপুর জেলা কারাগার থেকে সকালে আসামি ফরহাদ হোসেন ও তার ভাই সরফরাজ হোসেন মৃদুলকে আদালতে নেওয়া হয়।

মামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবু সালেহ মোহাম্মদ নাছিম আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন। তবে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে মেহেরপুর জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বুধবার রাতে সড়কপথে প্রিজন ভ্যানে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে মেহেরপুর জেলা কারাগারে আনা হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই তাকে কারাগারে নিয়ে যায় পুলিশ।

গত ৫ আগস্ট মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সদর উপজেলার দরবেশপুর গ্রামের রাশেদুল ইসলাম সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। ওই মামলার প্রধান আসামি ফরহাদকে গতকাল ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মেহেরপুরে নিয়ে আসে জেলা পুলিশ।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর আত্মগোপন করেন ফরহাদ হোসেন। ১৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে হত্যা মামলায় তাকে আটক করে র‍্যাব।

ফরহাদের নামে রাজধানীতে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। এ ছাড়া মেহেরপুরেও রয়েছে বেশ কয়েকটি

  • Related Posts

    “লাল সবুজের জার্সিতে খেলতে দেশে আসছেন হামজা চৌধুরী।”

    সংবাদ বিভাগ: বর্তমানে বাংলাদেশে ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত একটি নাম হলো হামজা দেওয়ান চৌধুরী। কয়েকদিন পূর্বেই বাংলাদেশের জার্সিতে বাংলাদেশের হয়ে খেলবে বলে নিশ্চিত করেছেন ইংলিশ ফুটবলের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। পরিশেষে অপেক্ষার…

    “আমাদের ওপর আক্রমণ করবেন না: আইজিপি”

    সংবাদ বিভাগ: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আমাদের কাজ করতে দেন। অনুগ্রহ করে আমাদের ওপর আক্রমণ করবেন না। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০টায় গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় শিল্পপুলিশ-২ এর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *