যুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টার সংঘর্ষ: ১৮ মরদেহ উদ্ধার

সংবাদ বিভাগ: উড়োজাহাজ ও হেলিকপ্টারের সংঘর্ষে রাতের আকাশে আতশবাজির মতো আলোর ঝলক দেখা যায়। ছবি: এনডিটিভি

আমেরিকান ঈগল এয়ারলাইনসের ‌৫৩৪২ ফ্লাইটটি ৬০ যাত্রী ও চার ক্রু নিয়ে কানসাস অঙ্গরাজ্য থেকে ওয়াশিংটন ডিসিতে যাচ্ছিল বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে ব্ল্যাকহক হেলিকপ্টারে তিনজন সেনা ছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বুধবার রাতে মধ্য আকাশে ৬৪ আরোহী থাকা একটি উড়োজাহাজের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে।

হোয়াইট হাউস থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরের এ ঘটনায় পটোম্যাক নদী থেকে উদ্ধার করা হয়েছে কমপক্ষে ১৮ জনের মরদেহ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিভিন্ন ফুটেজে দেখা যায়, উড়োজাহাজ ও হেলিকপ্টারের সংঘর্ষে রাতের আকাশে আতশবাজির মতো আলোর ঝলক দেখা যায়। দুর্ঘটনার পর আকাশযান দুটি গিয়ে পড়ে ওয়াশিংটনের পটোম্যাক নদীতে।

আমেরিকান ঈগল এয়ারলাইনসের ‌৫৩৪২ ফ্লাইটটি ৬০ যাত্রী ও চার ক্রু নিয়ে কানসাস অঙ্গরাজ্য থেকে ওয়াশিংটন ডিসিতে যাচ্ছিল বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে ব্ল্যাকহক হেলিকপ্টারে তিনজন সেনা ছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তাদের ভাষ্য, হেলিকপ্টারটিতে জ্যেষ্ঠ কোনো কর্মকর্তা ছিলেন না।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ এফএএ জানায়, স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে বিমানবন্দরের কাছাকাছি এলাকায় পিএসএ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইটটির সঙ্গে সিকরস্কি ইউএইচ-৬০ হেলিকপ্টারের সংঘর্ষ হয়।

  • Related Posts

    “আন্তর্জাতিক বিচার আদালতের নতুন প্রেসিডেন্ট ইওয়াসাওয়া”

    সংবাদ বিভাগ: আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রফেসর ইউজি ইওয়াসাওয়া। তিনি একজন জাপানিজ আইনবিদ। সোমবার (৩ মার্চ) তিনি সাবেক প্রেসিডেন্ট নাওয়াফ সালামের স্থলাভিষিক্ত হন। এর আগে জানুয়ারিতে…

    “অবিলম্বে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান ট্রাম্পের”

    সংবাদ বিভাগ: (১ মার্চ, ২০২৫ইং) ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কিকে শান্তির পথে আসার আহ্বান জানান। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *