“ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ স্মৃতি ভবন’ উদ্বোধন।”

সংবাদ বিভাগ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নবনির্মিত ‘জুলাই শহিদ স্মৃতি ভবন’ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (০১- ফেব্রুয়ারী -২০২৫) বিকেলে ভবনটি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,’আমাদের শিক্ষার্থীদের আবাসন সংকট নিরাশনে আমরা প্রাণপনে কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এই ভবনটি আবাসন সংকটে কিছুটা হলেও ভূমিকা রাখবে। এই ভবনটি একটি সম্মিলিত স্থাপনা, শিক্ষার্থীদের জন্য সকল সুযোগ সুবিধা নিশ্চিত করে এই ভবনটি মান করা হয়েছে।’
তিনি বলেন, ‘কঠিন সময় জাতিকে যারা উদ্ধার করেছে তাদের প্রতি আমাদের দায়বদ্ধতাকে মনে রাখতে ভবনটির নামকরণ করা হয়েছে। আমাদের প্রতিটি কাজ দেশ ও জাতির কল্যাণে নিবেদিত থাকবে।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খালেক অভ্যন্তরে নির্মাণ কাজ শুরু হয় ২০১৯ সালের ১ এপ্রিল এবং শেষ হয় ২০২৫ সালের ১ ফেব্রুয়ারী।

  • Related Posts

    “লাল সবুজের জার্সিতে খেলতে দেশে আসছেন হামজা চৌধুরী।”

    সংবাদ বিভাগ: বর্তমানে বাংলাদেশে ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত একটি নাম হলো হামজা দেওয়ান চৌধুরী। কয়েকদিন পূর্বেই বাংলাদেশের জার্সিতে বাংলাদেশের হয়ে খেলবে বলে নিশ্চিত করেছেন ইংলিশ ফুটবলের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। পরিশেষে অপেক্ষার…

    “আমাদের ওপর আক্রমণ করবেন না: আইজিপি”

    সংবাদ বিভাগ: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আমাদের কাজ করতে দেন। অনুগ্রহ করে আমাদের ওপর আক্রমণ করবেন না। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০টায় গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় শিল্পপুলিশ-২ এর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *