“ছেলে’র বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা গ্রেফতার”

সংবাদ বিভাগ: চট্টগ্রামে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার আটক করেছে পুলিশ। গতকাল দিবাগত রাত পৌনে ১১টায় নগরীর খুলশী থানার নেভী কনভেনশন সেন্টারে তাকে আটক করা হয়।

ফখরুল আনোয়ার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। তিনি চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনির চাচা এবং প্রয়াত এমপি রফিকুল আনোয়ারের ছোট ভাই। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে নেভী কনভেনশন সেন্টারে ফখরুল আনোয়ারের ছেলের বিয়ের অনুষ্ঠান চলছিল। অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিলেন ফখরুল। একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের একটিদল কনভেনশন সেন্টারটি ঘিরে ফেলে।

এসময় আন্দোলনকারীরা নানা স্লোগান দিতে থাকেন। পরে ঘটনাস্থলে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ উপস্থিত হয়ে ফখরুল আনোয়ারকে আটক করে নিয়ে যায়।তাকে খুলশী থানায় নিয়ে যাওয়া হয়।
এসময় পুলিশ বলেন, একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে আটক করা হয়েছে। তাকে থানায় নেওয়া হয়েছে।
তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে তা যাচাই-বাছাই করা হচ্ছে।জানা গেছে, চট্টগ্রামের উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ারের ছেলের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলমের ছেলের ঘরের নাতনির সঙ্গে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয় চট্টগ্রাম নগরীর  টাইগারপাস এলাকার নেভি কনভেনশন সেন্টারে।

চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকার একটি কমিউনিটি সেন্টারে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে উত্তর জেলা  আওয়ামী লীগের সাবেক শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ারকে আটক করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে তাকে আটক করা হয়েছে বলে কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ।

শনিবার রাত ১টার দিকে তিনি বলেন, রাতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে আটক করা হয়েছে। তাকে খুলশী থানায় নেওয়া হয়েছে।

তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে তা যাচাই-বাছাই করা হচ্ছে। এখানে আর কেউ আছে কি না তা খোঁজা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

জানা গেছে, চট্টগ্রামের উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ারের ছেলের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলমের ছেলের ঘরের নাতনির সঙ্গে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয় চট্টগ্রাম নগরীর  টাইগারপাস এলাকার নেভি কনভেনশন হলে। তবে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিয়ের অনুষ্ঠানে ফখরুল আনোয়ারের ভাতিজি সাবেক এমপি (চট্টগ্রাম-২) খাদিজাতুল আনোয়ার সনি ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও সাবেক এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী উপস্থিত ছিলেন।
কিন্তু নজিবুল বশর সেখানে উপস্থিত ছিলেন না।

এস এম ইরফান (চট্টগ্রাম)

  • Related Posts

    “সাত অঞ্চলের নদী বন্দরে সতর্কতা বার্তা”

    সংবাদ বিভাগ: রাজশাহী: সাত অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সে সব এলাকার নদীবন্দরে দেওয়া হয়েছে সতর্কতা বার্তা । শনিবার (০৩ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।…

    “(ধানের সাথে মাছ চাষ) গুরুদাসপুর ও বড়াইগ্রামের প্রেক্ষাপটে সম্ভাবণা ও বাস্তবতা”

    ভেতরের খবর নিউজ ডেস্ক: সম্প্রতি নাটোর জেলা বিএনপির অন্যতম সদস্য প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল তাঁর একটি ফেসবুক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত গবেষণালব্ধ একটি প্রতিবেদন প্রকাশ করেন; তাঁর ফেসবুক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *