“মধ্যরাতে চট্টগ্রামে সড়ক দূর্ঘটনা; একই পরিবারের দুইজন নিহত”

সংবাদ বিভাগ: চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই জন নিহত হয়েছেন।
এ সময় আহত হয়েছেন আরো ছয় জন।
সোমবার ভোরে ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ফৌজদার হাট ক্যাডেট কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ফায়ার সার্ভিস স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান,চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস দাড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাককে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
গাড়ীর সামনের সিটে বসা একজন সহ দুইজন ঘটনাস্থলে নিহত হয়।এসময় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস এর স্টেশন কর্মকর্তা আল মামুন জানান, এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এরমধ্যে একজনের নাম আনোয়ার হোসেন ও অন্যজন রহিমা বেগম।
মাকসুদ আহমেদ নামে এক প্রত্যক্ষদর্শী জানান, হাইস গাড়ির চালক ও যাত্রীরা ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।এসময় দাঁড়ানো অবস্থায় একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়ার পর সজোরে আওয়াজ হয়। হাইস গাড়ি চালক পালিয়ে যায়। পাশের সিটে বসা যাত্রী আনোয়ার হোসেন ঘটনাস্থলে মারা যান।আর পেছনে সিটে থাকা একজন নারী ও মারা যান।
কক্সবাজার সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রবিবার রাত ১০ টায় ঢাকা থেকে রওয়ানা দেন তারা।
বারআউলিয়া হাইওয়ে থানার এস.আই নুরুল আফছার বলেন, নারায়ণগঞ্জ থেকে তিনটি মাইক্রোবাস কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। ভোরে বাংলা বাজার এলাকায় সড়কে দাঁড়ানো একটি ড্রাম ট্রাকের পেছনে মাইক্রোবাসটি ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নিহত হয়। আহত দুইজনকে চমেক হাসপাতালে নিয়ে গেলে রহিমা বেগম নামে আরেক যাত্রী মারা হয় । লাশ ও গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এস এম ইরফান (চট্টগ্রাম)

 

 

  • Related Posts

    “আন্তর্জাতিক বিচার আদালতের নতুন প্রেসিডেন্ট ইওয়াসাওয়া”

    সংবাদ বিভাগ: আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রফেসর ইউজি ইওয়াসাওয়া। তিনি একজন জাপানিজ আইনবিদ। সোমবার (৩ মার্চ) তিনি সাবেক প্রেসিডেন্ট নাওয়াফ সালামের স্থলাভিষিক্ত হন। এর আগে জানুয়ারিতে…

    “অবিলম্বে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান ট্রাম্পের”

    সংবাদ বিভাগ: (১ মার্চ, ২০২৫ইং) ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কিকে শান্তির পথে আসার আহ্বান জানান। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *