সংবাদ বিভাগ: পূর্ব লন্ডনের ক্যানন স্ট্রিটে কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করতে গিয়ে ব্যবসায়ীদের অনাগ্রহের মুখে প্রত্যাখ্যাত হয়েছেন সাবেক দুই মন্ত্রী আব্দুর রহমান ও শফিকুর রহমান। লন্ডনের বাংলা পাড়ায় এমন দৃশ্য দেখা গেছে। এ সংক্রান্ত দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
একটি ভিডিওতে দেখা যায়, সাবেক পানি সম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান একটি সুইটস শপে লিফলেট বিতরণের চেষ্টা করেন। তবে দোকানের ব্যবসায়ী কোনো আগ্রহ দেখাননি। আব্দুর রহমান অনেকবার অনুরোধ করলেও ব্যবসায়ী তার হাত না বাড়ানোয় শেষ পর্যন্ত লিফলেট দিতে না পেরে বিরক্ত হয়ে বের হয়ে আসেন।
এরপর তারা দল বেঁধে আরেকটি ক্যাফেতে প্রবেশ করেন। সেখানে কাউন্টার থেকে ব্যবসায়ী সরে দাঁড়ান। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা ব্যারিস্টার মঞ্জুরুল ইসলাম জায়গায় দাঁড়িয়ে লিফলেট গ্রহণ করেন। উল্লেখ্য যে, আওয়ামী লীগের নতুন কর্মসূচি অনুযায়ী ড. ইউনূস হটাও দেশ বাঁচাও শীর্ষক লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছে যুক্তরাজ্য আওয়ামীলীগ। এদিকে বাংলাদেশের ময়মনসিংহের নান্দাইল উপজেলায় রাতে দলীয় লিফলেট বিতরণ করার সময় আওয়ামী লীগের এক নেতাকে ধরে বেঁধে পুলিশে দিয়েছে জনতা। মঙ্গলবার সকালে উপজেলার পুরাতন বাজারে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রাখা অবস্থায় তাকে উদ্ধার করা হয় বলে জানান নান্দাইল মডেল থানার ওসি।