ঘুম ভাঙ্গানো

ঘুম ভাঙ্গানো
আলতু রোদের সকালে-
তোমাকে দেখি,
লাল টিপে সাজানো কপাল,
তোমার আলগা চুল দেখি,
চুলের, পুরো মুখখানি ছুঁয়ে ফেলা’র দুরন্তপনা দেখি!
নি:শ্বাসের আবদারে প্রেম দেখি,
সে চোখে’র অশ্রুঝরা স্বচ্ছ কাঁচে
ধূসর এক সন্ধ্যা দেখি…
উষ্ণতা ছড়ানো হাসির ঝলক,
মুখ ফিরিয়ে রাখা অভিমান।
মন খারাপের কাজল দেখি,
প্রশ্ন আসে?
কখন কেঁদেছিলে! একা?
নির্জনে বসি!
আমি কি সে কান্নায় মিশি?
নাকি মুখরিত অতীতের যন্ত্রণা, অতৃপ্তি।
অবিকল দু’জন, সুখের মত ব্যথা ভেবে,
দুজনা’র হৃদয়ে খুব গোপনে; দুজনে’ই পুষি? -রাশিদুল হাসান সুজন

  • Related Posts

    ” ভেতরের কবিতা”

    যে পথ এসে মিশে গেছে মনাঞ্চলের ত্রিসীমানায়- সে পথে কি কাউকে ফিরিয়ে দেয়া যায়? যে অশ্রুনদী কূল হারিয়েছে- একজোড়া কাঁজল চোখের নিভৃত কান্নায়; ভালোবাসতে হলে কি? এর চেয়ে বেশি কাছে…

    রাশিদুল হাসান সুজনে’র নতুন কবিতা- “মোহনিয়া”

    জানি না! ক্রমশ তোমার কাছে যাচ্ছি? নাকি খুব ধীরে; দু’জনার দূরত্ব বাড়াচ্ছি? কিছুই জানিনা? জীবনের রং বে-রঙের পৃষ্ঠায়- জারি-সারি-ভাটিয়ালী গানের মত গভীর উর্বর মাটির টানে, মায়া ভরা গানে; হৃদপিন্ডের শান্ত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *