সংবাদ বিভাগ: গাজীপুরে আওয়ামীলীগ নেতা ও সাবেক মুক্তিযোদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল এর বাড়িতে মারধরে আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার(০৮-০২-২০২৫) সকাল ১০ টার দিকে ঢাকা মেডিকেল হসপিটালে গিয়ে আহত ব্যক্তিদের খোঁজখবর নেন তিনি।
তিনি সেখানে সাংবাদিকদের বলেন, ‘ছাত্রদের ওপর হামলায় জড়িতদের প্রত্যেককে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন গাজীপুর থেকে মার ধরে আহত সর্বমোট ১১ জন এসেছিল তাদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যান, এবং বাকি ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
“(ধানের সাথে মাছ চাষ) গুরুদাসপুর ও বড়াইগ্রামের প্রেক্ষাপটে সম্ভাবণা ও বাস্তবতা”
ভেতরের খবর নিউজ ডেস্ক: সম্প্রতি নাটোর জেলা বিএনপির অন্যতম সদস্য প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল তাঁর একটি ফেসবুক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত গবেষণালব্ধ একটি প্রতিবেদন প্রকাশ করেন; তাঁর ফেসবুক…