সংবাদ বিভাগ: গাজীপুরের ডিসি অফিসের সামনে রাজবাড়ী এলাকায় বৈষম্য বিরধী ছাত্রদের লক্ষ্য করে গুলি করা হয়েছে।
শনিবার(০৮-০২-২০২৫) সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হয়েছে মোবাশ্বের হোসেন নামের এক ছাত্র। তার ডান হাতে গুলি লেগেছে।
ঘটনার পরপরই তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল হাসপাতালে নেওয়া হয়, সেখানে তার চিকিৎসা চলছে।
গাজীপুর মহানগর পুলিশের ডিসি (অপরাধ,উত্তর) জিয়াজ উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীকে গ্রেফতারের অভিযান শুরু হয়েছে।
“আমাদের ওপর আক্রমণ করবেন না: আইজিপি”
সংবাদ বিভাগ: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আমাদের কাজ করতে দেন। অনুগ্রহ করে আমাদের ওপর আক্রমণ করবেন না। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০টায় গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় শিল্পপুলিশ-২ এর…