
সংবাদ বিভাগ: আলহামদুলিল্লাহ শিরোনামে ডক্টর ইউনুসের গ্রামীন ভবন জ্বালিয়ে দেয়ার খবরটি ইন্টারনেটে প্রচার করা হয়। এবং তা কোন সত্যতা যাচাই না করে অর্ধশত মানুষ শেয়ার দেয়, কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়াই ইন্টারনেটে ভুয়া খবরটি প্রচার করা হয়েছে বলে জানিয়েছে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। প্রকৃত পক্ষে গ্রামীণ ভবন নামে কোনো স্থাপনা জ্বালিয়ে দেয়ার কোনো ঘটনা ঘটেনি।
বিষয়টি নিয়ে অনুসন্ধানে দেশের কোনো গণমাধ্যম ছাড়াও বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে ক্যাপশনে প্রচারিত পোস্টের কমেন্ট বক্সে প্রমাণ হিসেবে দেয়া ভিডিও যাচাই করে দেখা যায়, ভিডিওটি গ্রামীণ ভবনে আগুন দেয়ার নয়, বরং এটি রাজধানীর বসুন্ধরায় অবস্থিত গ্রামীণফোনের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভের ভিডিও।