১০ই ফেব্রুয়ারী সোমবার বইমেলায় সব্যসাচী প্রকাশনীতে কয়েকজন তরুণ কওমী মাদ্রাসার ছাত্রদের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়ে প্রকাশক ভবর দ্বারা ছাত্রদের গায়ে আঘাত করা হয়৷ পরবর্তীতে ছাত্ররাও কেউ কেউ ভবর উপর হাত তোলে। দুই পক্ষের হাতাহাতিতে বইমেলায় একটা আতংক সৃষ্টি হয়। নেটিজেন্টরা এটাকে মব বলে কওমী মাদ্রাসার ছাত্রদের মৌলবাদ সন্ত্রাসী বলে ব্যাখ্যা করেছে।
বাংলাদেশ থেকে নিষিদ্ধ লেখিকা তাসলিমা নাসরিনে সমালোচিত বই সব্যসাচী স্টলে রাখায় কওমী ছাত্ররা এবং ধর্মপ্রাণ মুসলমানরা সোমবার সন্ধ্যায় প্রকাশনীর স্টলে গিয়ে বই কেনো রাখা হয়েছে বলে জবাব চায়। পাশাপাশি বই সরিয়ে নেওয়ার জন্য বাধ্য করে।
সব্যসাচী প্রকাশনীর প্রকাশক ভব ছাত্রদের উপর বিরক্ত হয়ে জয় বাংলা স্লোগান দিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন। এতে করে প্রশাসন আসলেও বইমেলায় হাতাহাতি হয়। শাহবাগ থানার ডিজি এসে প্রকাশক ভবঘকে গ্রেফতার করলেও সাধারণ জনতা এবং লেখক পাঠকমহল এই ঘটনার তীব্র নিন্দা জানায়।
অন্তর্বর্তীকালীন উপদেষ্টা মোহাম্মাদ ইউনুসও তার পেইজ থেকে নিন্দা জানিয়েছেন। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য উপদেষ্টাগন ব্যাপারটায় দুঃখ প্রকাশ করেছেন। প্রশাসন থাকা সত্ত্বেও এইভাবে জনগণ গিয়ে একটা শান্তিপূর্ণ বইমেলায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেনা। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার জন্যও কেউ কেউ প্রতিবাদ করেছেন।