“রাশিদুল হাসানের কবিতা”

এক নবান্ন উৎসবে মেঘদূতের কাছে চিঠি পাঠালো আমার শ্যাম-
রংধনু সন্ধ্যায় ফ্যাকাশে খামের চিঠিটি পড়া হল না।

যত অভিযোগ অভিমান,
সময়ের ধূলিতে অকারণ ডুবে যায়-
ধুয়ে যায় নীরব নদীর মত ধীরে,
ধূসর সন্ধ্যায় মুছে যায় প্রেমাক্ষর!
বিসর্জনের ব্যাসহীন কালিমাচত্বর।

নিরেট অন্ধকারে,
শ্যামের চিঠি আর পড়া হল না।
সহস্র আষাঢ়, শ্রাবণ আসে যায়;
ক্রমশ ভারি হয়ে ওঠে চোখের পাতা,
কই শ্যামের চিঠি তো আর আসে না!
হ য় ত
আমার ঠিকানা খুঁজে পায় নাই;
বুমেরং আঘাতে,
দগ্ধ অক্ষরের অস্পষ্ট লাইনগুলি ছিন্নভিন্ন!!
শ্যামের সে ঝাপসা চোখ,
কখনও আর সাজিয়ে ঠিকানাটি পড়তে পারে নাই!

  • Related Posts

    ” ভেতরের কবিতা”

    যে পথ এসে মিশে গেছে মনাঞ্চলের ত্রিসীমানায়- সে পথে কি কাউকে ফিরিয়ে দেয়া যায়? যে অশ্রুনদী কূল হারিয়েছে- একজোড়া কাঁজল চোখের নিভৃত কান্নায়; ভালোবাসতে হলে কি? এর চেয়ে বেশি কাছে…

    রাশিদুল হাসান সুজনে’র নতুন কবিতা- “মোহনিয়া”

    জানি না! ক্রমশ তোমার কাছে যাচ্ছি? নাকি খুব ধীরে; দু’জনার দূরত্ব বাড়াচ্ছি? কিছুই জানিনা? জীবনের রং বে-রঙের পৃষ্ঠায়- জারি-সারি-ভাটিয়ালী গানের মত গভীর উর্বর মাটির টানে, মায়া ভরা গানে; হৃদপিন্ডের শান্ত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *