সেই যে ছুঁয়েছিলাম তোমায়…
তারপর আর নাগাল পাইনি কিছুতেই।
তুমি বিহীন আক্রোশী পৃথিবী রাতদিন আমাকে চিবিয়ে খাচ্ছে রাক্ষসের মত করে।
বেঁচে আছি নাকি মরে গেছি জানিনা! স্বপ্নের সূর্যোদয়? নাকি নিকষ কালো অন্ধকারে’র গভীরে; শুধুই কচি কোমল স্বপ্নের অবহেলায় মৃত্যু, নিরবধি অপচয়? জানি না!
শুধু জানি, এ তল্লাটের সব ফুল ঝড়ে গেছে।
” ভেতরের কবিতা”
যে পথ এসে মিশে গেছে মনাঞ্চলের ত্রিসীমানায়- সে পথে কি কাউকে ফিরিয়ে দেয়া যায়? যে অশ্রুনদী কূল হারিয়েছে- একজোড়া কাঁজল চোখের নিভৃত কান্নায়; ভালোবাসতে হলে কি? এর চেয়ে বেশি কাছে…