অমর একুশে বইমেলা ২০২৫ পাঠকের ভীড়ে জমে উঠেছে। নতুন নতুন লেখকদের পাশাপাশি প্রবীণ এবং মধ্যম ঘরনার লেখকদেরও বইমেলাকে কেন্দ্র করে নতুন বই প্রকাশিত হয়েছে। তেমনি বইমেলা ২০২৫ উপলক্ষে স্বাধীনতার ৫৩ বছরে স্বৈরাচারের ইতিহাস ধামাচাপা দেওয়ার ফলে মুক্তিযুদ্ধের যে ইতিহাস এতদিন বাঙালী জানতে পারেনি। লেখক তানজিম তানিম তা জানানোর জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নতুন বই লিখেছেন ” মুয়াযযিন”।
লেখক তানজিম বলেছেন, গত পলাতক স্বৈরাচার মুজিব্বাদ চর্চা করিয়ে বাঙালীকে একাত্তরের সঠিক ইতিহাস জানা থেকে দূরে রেখেছে। তাই তিনি রোমান্টিক থ্রিলার এবং জুলাই কেন্দ্রিক গল্প,উপন্যাস লেখার পরিবর্তে মুক্তিযুদ্ধকে নিয়ে গভীরভাবে জ্ঞান অর্জন করে সেটা দীর্ঘ প্রচেষ্টার পর পাঠকের সামনে উপন্যাস হিসেবে তুলে ধরেছেন।
বইটি প্রকাশ করেছে বইবাজার প্রকাশনী৷ প্রকাশক জানিয়েছেন, বইটি পাওয়া যাবে বইমেলার “বইবাজার প্রকাশনীর স্টলে”। তাছাড়া রকমারিতেও পেয়ে যাবেন মুক্তিযুদ্ধের ইতিহাসের এই বইটি৷