সংবাদ বিভাগ: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার নাটোর জেলা বিএনপি আয়োজিত মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিত্যপণ্য দ্রব্যের লাগামহীন উর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, পতিত ফ্যাসিবাদ সরকারের নানাবিধ চক্রান্ত এবং নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবিতে জেলা বিএনপি আয়োজনে মহাসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, বি,এন,পি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আজম খান। সাবেক বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই উপদেষ্টা’র নাটোরে আগমন উপলক্ষে জনমনে উচ্ছাস কাজ করছে। নাটোর জেলা বিএনপির নেতাকর্মীরা, সাধারণ মানুষ একত্র হবেন মহাসমাবেশে, আশা করা যাচ্ছে সমাবেশস্থল জনস্রতে পরিণত হবে।
বিএনপি’র এক ত্যাগীকর্মী ভেতরের খবর কে বলেন- তারেক রহমানের প্রতিনিধি কেন্দ্রীয় নেতার আগমনে আমরা খুব উচ্ছ্বসিত। আমরা তাঁকে দেখিয়ে দেবো নাটোর জেলা বিএনপি সু-সংগঠিত। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সদ্য নাটোর জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে দায়িত্বপ্রাপ্ত ২ নং যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান খান (বাবুল চৌধুরী) সাথে ভেতরের খবরে’র প্রতিনিধি’র
সাথে মুঠোফোনে আলাপকালে কথা হয়- তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে তা আমরা অক্ষরে অক্ষরে পালন করবো এবং দেশনায়ক তারেক রহমান প্রদত্ত সমৃদ্ধ বাংলাদেশের জন্য ৩১ দফা প্রতিষ্ঠায় আমরা দিনরাত কাজ করে যাচ্ছি, নাটোর জেলা বিএনপিকে আরো বেশি শক্তিশালী করার জন্য রাতদিন পরিশ্রম করছি। যেন দেশ নায়কের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি। কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যানের উপস্থিতে আমরা আরো বেশি অনুপ্রাণিত হবো, ইনশাল্লাহ। নাটোরের এই মহাসমাবেশ কে কেন্দ্র করে নাটোর জেলার প্রতিটি গ্রাম, পাড়া, মহল্লায় উৎসবের আমেজ বিরাজ করছে। জেলা বিএনপি আশা করছে- আমাদের এই দাবি গণমানুষের জন্য, আজ মহাসমাবেশে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি কামনা করছি।