“অবিলম্বে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান ট্রাম্পের”

সংবাদ বিভাগ: (১ মার্চ, ২০২৫ইং) ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কিকে শান্তির পথে আসার আহ্বান জানান।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শুক্রবার তিনি এ আহ্বান জানান।

ওই সময় ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কিকে শান্তির পথে আসার আহ্বান জানান।

ইউক্রেন শান্তির পথে না এলে যুক্তরাষ্ট্রের সমর্থন হারানোর ঝুঁকিতে পড়তে পারেন বলেও সতর্কও করেন ট্রাম্প।

ট্রাম্প জানান, তিনি বিশ্বাস করেন তিন বছর আগে ইউক্রেনে আগ্রাসন শুরু করা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি শান্তি চুক্তির জন্য আলোচনায় বসতে প্রস্তুত।

ওভাল অফিসে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে এক উত্তেজনাপূর্ণ বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন।

ইউক্রেনের সঙ্গে ঘোষিত খনিজ চুক্তি জেলেনস্কির পক্ষ থেকে বাতিল করাকে ‌‘অসম্মানজনক’ বলে সমালোচনা করেন তিনি।

ওই দিন ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ভবিষ্যতে হামলা প্রতিরোধে নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেবে না ইউক্রেন।

  • Related Posts

    “মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার”

    ভেতরের খবর নিউজ ডেস্ক: (এপ্রিল ২৯, ২০২৫ ইং) মিয়ানমারের রাখাইন রাজ্য তীব্র দুর্ভিক্ষের আশঙ্কার মুখে রয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে একটি ‘মানবিক করিডোর’ চালুর জাতিসংঘের প্রস্তাবে নীতিগত সম্মতি…

    “শেখ হাসিনাকে চুপ করাতে পারবেন না মোদী”

    সংবাদ বিভাগ: কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই বিপ্লব, সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া, সাবেক সরকারের দুর্নীতিসহ বিভিন্ন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *