“পতেঙ্গায় পুলিশকে মারধরের ঘটনায় জড়িত সবাই আটক”

সংবাদ বিভাগ: (৫ মার্চ ২০২৫ ইং) আজ থেকে সাত দিন আগে চট্টগ্রাম নগরের পতেঙ্গা আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলীকে মারধরের ঘটনায় ঘটনায় জড়িত সবাইকে (১২ জন) আটক করেছে পুলিশ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘গেল ২৮ ফেব্রুয়ারি জনতা মব সৃষ্টিকারী দুজনকে তৎক্ষণাৎ পুলিশে সোপর্দ করা হয়েছে। এর আগে খবর পেয়ে সৈকত এলাকায় টহলরত পতেঙ্গা থানা পুলিশের একটি দল ও আশপাশের লোকজন এসে উপপরিদর্শক ইউসুফ আলীকে উদ্ধার করেন।’

গত ১ মার্চ রাতভর অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত আরও ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। সব মিলিয়ে এ ঘটনায় জড়িত ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশকে হেনস্তার ঘটনায় পতেঙ্গা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করা হয়।

গ্রেপ্তারকৃতরা পতেঙ্গা সি বিচে ত্রাস সৃষ্টি করে এসআই ইউসুফ আলীকে হেনস্তাসহ মোবাইল ফোন, মানিব্যাগ এবং ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত। এ ছাড়াও তারা মাদক সেবন ও ছিনতাইয়ে জড়িত।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ মর্মে সবাইকে সতর্ক করছে যে, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। মবের প্রতিটি ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার করতে সরকার বদ্ধপরিকর।’

  • Related Posts

    “(ধানের সাথে মাছ চাষ) গুরুদাসপুর ও বড়াইগ্রামের প্রেক্ষাপটে সম্ভাবণা ও বাস্তবতা”

    ভেতরের খবর নিউজ ডেস্ক: সম্প্রতি নাটোর জেলা বিএনপির অন্যতম সদস্য প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল তাঁর একটি ফেসবুক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত গবেষণালব্ধ একটি প্রতিবেদন প্রকাশ করেন; তাঁর ফেসবুক…

    “মে মাসের শুরুতেই শেখ হাসিনার বিচার :প্রধান উপদেষ্টা”

    সংবাদ বিভাগ: রাজশাহী :জুলাই-আগস্ট গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার মে মাসের শুরুতেই শুরু হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *