“আন্তর্জাতিক বিচার আদালতের নতুন প্রেসিডেন্ট ইওয়াসাওয়া”

সংবাদ বিভাগ: আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রফেসর ইউজি ইওয়াসাওয়া। তিনি একজন জাপানিজ আইনবিদ।

সোমবার (৩ মার্চ) তিনি সাবেক প্রেসিডেন্ট নাওয়াফ সালামের স্থলাভিষিক্ত হন। এর আগে জানুয়ারিতে নাওয়াফ সালাম লেবাননের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তিনি পদত্যাগ করেন।

নতুন প্রেসিডেন্ট ২০১৮ থেকে আইসিজের একজন সদস্য। এছাড়া তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটির সভাপতি। এর আগে তিনি টোকিও ইউনির্ভাসিটিতে আন্তর্জাতিক আইন বিষয়ে অধ্যাপনা করতেন।

নেদারল্যান্ডের হেগভিত্তিক জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজে ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রধান কাজ বিভিন্ন দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তি করা।

সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের গাজায় গণহত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ কয়েকজনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এই আদালত।

গত বছরের জুলাইয়ে আইসিজে ১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ বলে রায় দিয়ে জানায়, যত দ্রুত সম্ভব ইসরায়েলকে ফিলিস্তিনি এলাকা থেকে প্রত্যাহার করতে হবে। যদিও ইসরায়েল এসব ফিলিস্তিনি এলাকাকে তাদের নিজেদের বলে দাবি করলেও আন্তর্জাতিক সম্প্রদায় তা প্রত্যাখ্যান করে।

  • Related Posts

    “অবিলম্বে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান ট্রাম্পের”

    সংবাদ বিভাগ: (১ মার্চ, ২০২৫ইং) ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কিকে শান্তির পথে আসার আহ্বান জানান। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয়…

    “চীনের পাল্টা কর আরোপ যুক্তরাষ্ট্রের কিছু পণ্যে”

    সংবাদ বিভাগ: (১০.০২.২০২৫ ইং ) আজ থেকে কার্যকর চীনের পাল্টা শুল্কারোপ। বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতির মধ্যে বাণিজ্য যুদ্ধ জোরদার হওয়া এবং আরও কিছু দেশের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *