সংবাদ বিভাগ: বোমার শব্দে সরে না গিয়ে দুর্বৃত্তদের প্রতিরোধ করতে শত শত মানুষ রাস্তায় নেমে আসে। (ছবি: ভেতরের খবর)
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘দুর্বৃত্তদের আচরণ দেখে মনে হচ্ছে এটা ডাকাতির চেষ্টা বা উদ্দেশ্য নয়। শহরজুড়ে আইনশৃঙ্খলার অবনতি সৃষ্টি করাই ছিল তাদের উদ্দেশ্য। তাৎক্ষণিক পুলিশ, র্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ইফতারের পর যখন মসজিদে মাগরিবের নামাজ চলছিল, ঠিক তখনই ঝালকাঠি শহরের ডাক্তারপট্টিতে (যেখানে অর্ধশত স্বর্ণের দোকান রয়েছে) হামলা করে দুর্বৃত্তরা। তবে এটা ডাকাতির চেষ্টা নাকি আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা, তা নিয়ে দুই ধরনের মন্তব্য করেছেন অনেকে।
প্রত্যক্ষদর্শীদের একজন বলেন, ‘প্রথমে পরমা জুয়েলার্সের সামনে একটি সাউন্ড বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ২৫ থেকে ২০ সেকেন্ড পর আরও একটি বোমার বিস্ফোরণ ঘটায় তারা। বোমার শব্দে সরে না গিয়ে দুর্বৃত্তদের প্রতিরোধ করতে শত শত মানুষ রাস্তায় নেমে আসে। তখন পাঁচ তলা একটি ভবন থেকে দুর্বৃত্তরা ইট নিক্ষেপ করতে থাকে।’
স্থানীয় কয়েকজন দোকানদার জানান, একপর্যায়ে দুর্বৃত্তরা নীল রঙের একটি পিকআপ গাড়িতে করে আল আমিন জুয়েলার্স এবং উজ্জ্বল গিনি হাউসের সামনের সড়কে পরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। দ্রুত লোকজন সড়কে নেমে আসলে দুর্বৃত্তরা পিকআপ গাড়ি নিয়ে শহরের ভেতর থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে সাধনার মোড়ে আরও একটি সাউন্ড বোমা নিক্ষেপ করে।
ডাক্তারপট্টির স্বর্ণের দোকানে ডাকাতির চেষ্টাকালে জনগণের ধাওয়ায় বোমা বিস্ফোরণ ঘটাতে ঘটাতে নীল রঙের পিকআপ নিয়ে দুর্বৃত্তদের সাধনার মোড় হয়ে ফায়ার সার্ভিস মোড়ের দিকে পালিয়ে যাওয়ার এমন খবর চারদিকে ছড়িয়ে পড়ে। ওই সময় ডাক্তারপট্টি এলাকায় উৎসুক জনতা ভিড় জমায়। ততক্ষণে দুর্বৃত্তরা ঝালকাঠি ত্যাগ করে।
এদিকে দুর্বৃত্তরা পালিয়া যাওয়ার সময় ঝালকাঠি-বরিশাল মহাসড়কের নলছিটি উপজেলার ষাইটপাকিয়ায় তাদের গাড়ির গতিরোধ করতে গেলে সেখানেও বোমার বিস্ফোরণ ঘটায়। সেখানে একজন পুলিশ সদস্য ও ১২ বছরের শিশু আহত হন।
এমন বাস্তবতায় জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘পতিত স্বৈরাচারের দোসররা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার জন্য এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য ডাকাতির চেষ্টা, বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে। জেলা বিএনপি এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। বিএনপি জনগণকে সাথে নিয়ে এই ধরনের অরাজকতা ও অপকর্ম প্রতিরোধ করবে।’
প্রকাশ্যে এমন ঘটনার বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান “ভেতরের খবর” কে বলেন, ‘দুর্বৃত্তদের আচরণ দেখে মনে হচ্ছে এটা ডাকাতির চেষ্টা বা উদ্দেশ্য নয়। শহরজুড়ে আইনশৃঙ্খলার অবনতি সৃষ্টি করাই ছিল তাদের উদ্দেশ্য। তাৎক্ষণিক পুলিশ, র্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।’