“নাটোরের আরেক মেধাবী তামান্নার পড়াশোনার দায়িত্ব নিলেন বিএনপি নেতা”

বিভাগ: নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের পশ্চিম হাগুড়িয়া গ্রামের রিকশাচালক শহিদুল ইসলাম ও গৃহিণী তাসলিমা বেগম দম্পতির বড় মেয়ে। মেধাবী তামান্না আক্তার ঊর্মি ঢাকা ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু অর্থের অভাবে ভর্তি হতে এবং পরবর্তী সময়ে খরচ চালিয়ে যেতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ঊর্মি ও তার বাবা-মা।ঊর্মি দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে পরীক্ষায় জিপিএ ৫ এবং এইচএসসিতে নবাব সিরাজ-উদ- দ্দৌলা সরকারি কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে।

এমন খবর জানতে পেরে ভর্তির ও পড়াশোনা’র যাবতীয় দায়িত্ব নিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী। সোমবার বিকেলে সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের পশ্চিম হাগুড়িয়া গ্রামে গিয়ে ঊর্মির হাতে ভর্তির যাবতীয় খরচ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন নাটোরের অতি পরিচিত (গরিবের চিকিৎসক হিসেবে) জনাব ডক্টর আবুল কালাম আজাদ,দিঘাপতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব কালাম।

ঊর্মি বলেন, ডেন্টাল কলেজে চান্স পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমার পরিবারের আর্থিক অনটনের কথা চিন্তা করে ভর্তি নিয়ে শঙ্কায় ছিলাম।এখন ভর্তির ব্যবস্থা হয়েছে আমি অনেক খুশি।

  • Related Posts

    “সাত অঞ্চলের নদী বন্দরে সতর্কতা বার্তা”

    সংবাদ বিভাগ: রাজশাহী: সাত অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সে সব এলাকার নদীবন্দরে দেওয়া হয়েছে সতর্কতা বার্তা । শনিবার (০৩ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।…

    “(ধানের সাথে মাছ চাষ) গুরুদাসপুর ও বড়াইগ্রামের প্রেক্ষাপটে সম্ভাবণা ও বাস্তবতা”

    ভেতরের খবর নিউজ ডেস্ক: সম্প্রতি নাটোর জেলা বিএনপির অন্যতম সদস্য প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল তাঁর একটি ফেসবুক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত গবেষণালব্ধ একটি প্রতিবেদন প্রকাশ করেন; তাঁর ফেসবুক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *