“জানাজানি হওয়ায় ঘুষের টাকা ফেরত দিলেন এসআই”

সংবাদ বিভাগ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের জাটিয়া উচ্চ বিদ‍্যালয়ের নৈশপ্রহরী মো. আরমান হোসেন (২৪) হত্যা মামলায় পুলিশের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশের পর টাকা ফেরত দিয়েছেন। ছবি: এসআই নজরুল ইসলাম।

বুধবার (১২ মার্চ) দুপুরে ভুক্তভোগী বাবুল মিয়ার বাবা মুনায়েম মিয়ার কাছে ঘুষের ৬০ হাজার টাকা ফেরত দিয়ে আসেন ঈশ্বরগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগীর বাবা মুনায়েম মিয়া।

তিনি বলেন, এসআই নজরুল ইসলাম খবর পাঠায় ঈশ্বরগঞ্জ পৌর বাজারে সাক্ষাৎ করার জন্য। দুপুরে ঈশ্বরগঞ্জ পৌর বাজারে এলে ঘুষের ৬০ হাজার টাকা আমার হাতে ফেরত দেয়।

এ বিষয়ে জানতে চাইলে “ভেতরের খবরকে” ঈশ্বরগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম বলেন, এ নিয়ে ফোনে কিছু বলব না। সাক্ষাতে কথা বলব।

উল্লেখ্য, গত বছরের ১ অক্টোবর জাটিয়া উচ্চ বিদ‍্যালয়ের নৈশপ্রহরী আরমান হোসেনকে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে ডিউটিরত অবস্থায় কুপিয়ে হত্যা করা হয়। হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের না ধরে সন্দেহজনক ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য গত ১২ ফেব্রুয়ারি থানায় নিয়ে আসে পুলিশ।
তাদেরকে মারধরের একপর্যায়ে ছেড়ে দেওয়ার আশ্বাসে ৫ লাখ টাকা দাবি করা হয়। একপর্যায়ে ৬০ হাজার টাকায় রফাদফা হলে আটকদের ছেড়ে দেওয়া হয়। ছাড়ার আগে টাকাগুলো গুণে গুণে পকেটে ভরেন পুলিশ কর্মকর্তা। কিন্তু ওই চারজন এলাকায় এসে সবাইকে জানিয়ে দেন। এতে সমালোচনা শুরু হলে টাকা ফেরত দেন ওই পুলিশ কর্মকর্তা।

  • Related Posts

    “সাত অঞ্চলের নদী বন্দরে সতর্কতা বার্তা”

    সংবাদ বিভাগ: রাজশাহী: সাত অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সে সব এলাকার নদীবন্দরে দেওয়া হয়েছে সতর্কতা বার্তা । শনিবার (০৩ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।…

    “(ধানের সাথে মাছ চাষ) গুরুদাসপুর ও বড়াইগ্রামের প্রেক্ষাপটে সম্ভাবণা ও বাস্তবতা”

    ভেতরের খবর নিউজ ডেস্ক: সম্প্রতি নাটোর জেলা বিএনপির অন্যতম সদস্য প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল তাঁর একটি ফেসবুক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত গবেষণালব্ধ একটি প্রতিবেদন প্রকাশ করেন; তাঁর ফেসবুক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *