যে পথ এসে মিশে গেছে
মনাঞ্চলের ত্রিসীমানায়-
সে পথে কি কাউকে ফিরিয়ে দেয়া যায়?
যে অশ্রুনদী কূল হারিয়েছে-
একজোড়া কাঁজল চোখের নিভৃত কান্নায়;
ভালোবাসতে হলে কি?
এর চেয়ে বেশি কাছে যেতে হয়?
-রাশিদুল হাসান সুজন
যে পথ এসে মিশে গেছে
মনাঞ্চলের ত্রিসীমানায়-
সে পথে কি কাউকে ফিরিয়ে দেয়া যায়?
যে অশ্রুনদী কূল হারিয়েছে-
একজোড়া কাঁজল চোখের নিভৃত কান্নায়;
ভালোবাসতে হলে কি?
এর চেয়ে বেশি কাছে যেতে হয়?
-রাশিদুল হাসান সুজন
জানি না! ক্রমশ তোমার কাছে যাচ্ছি? নাকি খুব ধীরে; দু’জনার দূরত্ব বাড়াচ্ছি? কিছুই জানিনা? জীবনের রং বে-রঙের পৃষ্ঠায়- জারি-সারি-ভাটিয়ালী গানের মত গভীর উর্বর মাটির টানে, মায়া ভরা গানে; হৃদপিন্ডের শান্ত…
কালান্তরের দায়? যে যাতনার একপাশে সুখের পলিমাটি; বিনিদ্র রজনী’র আত্মিক আলোড়ণে প্রজনন বাড়ায়? কালান্তরের দায়! শান্ত রাতের গায়ে- হাসনাহেনার সুবাস ছড়ায়- অসময়ে ডুবে যাওয়া সূর্য, ফুরিয়ে যাওয়া ব্যর্থতাকে প্রহসন জানায়?…