“বড়াইগ্রামে যুবদল নেতার অর্ধগলিত মরাদেহ উদ্ধার”

সংবাদ বিভাগ:
নাটোরের বড়াইগ্রামে নিজের শোবার ঘর থেকে মো. আয়নাল হোসেন (৪৫) নামে এক যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের নটাবাড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আয়নাল হোসেন উপজেলা নটাবাড়ী গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে ভেতরের খবর কে জানান, আয়নাল হোসেন বনপাড়া বাইপাস কাউন্টারে লোকাল বাসের টিকিট বিক্রি করতেন। প্রায় এক বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে বাবার বাড়িতে চলে যান। তাদের সংসারে দুইটি সন্তান থাকলেও তারা মায়ের সঙ্গে নানা বাড়িতে থাকে। আর আয়নাল হোসেন তার নিজ বাড়িতে একাই বসবাস করতেন। রাজনৈতিকভাবে তিনি স্থানীয় ওর্য়াড যুবদলের প্রচার সম্পাদক ছিলেন।

গত বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় আয়নালকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন স্থানীয়রা। এরপর থেকে তাকে আর দেখা যায়নি। আজ শনিবার সকালে তার বাড়ির পাশের লোকজন দুর্গন্ধ পেয়ে বাড়ির ভেতরে ঢুকে ঘরের দরজা খোলা দেখতে পান। এসময় উঁকি দিয়ে ঘরের মেঝেতে আয়নালের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। এ কারণে মরদেহে পচন ধরে গন্ধ ছড়াচ্ছিল। তবে তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    “রাজশাহীতে ১০ লাখ টাকা ছিনতাই চোখে ছিটালো মরিচের গুড়া”

    সংবাদ বিভাগ : রাজশাহী: রাজশাহীতে রিকশায় থাকা এক ব্যক্তির চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (২০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানার…

    “অর্ধশতাধিক নতুন দল নিবন্ধন প্রার্থী, সময় বাড়ানোর তাগিদ ৪৬ টি দলের।”

    সংবাদবিভাগ :রাজশাহী: নিবন্ধন পেতে ৬৫ রাজনৈতিক দল নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে। এছাড়া ৪৬টি দল আবেদন করতে আরও সময় চেয়েছে। রোববার (২০ এপ্রিল) নিবন্ধন আবেদনের সময় শেষে এমন তথ্য জানিয়েছেন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *