“অর্ধশতাধিক নতুন দল নিবন্ধন প্রার্থী, সময় বাড়ানোর তাগিদ ৪৬ টি দলের।”

সংবাদবিভাগ :রাজশাহী:
নিবন্ধন পেতে ৬৫ রাজনৈতিক দল নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে। এছাড়া ৪৬টি দল আবেদন করতে আরও সময় চেয়েছে।

রোববার (২০ এপ্রিল) নিবন্ধন আবেদনের সময় শেষে এমন তথ্য জানিয়েছেন ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. মুনীর হোসেন।

নিবন্ধন পেতে যে দলগুলো আবেদন করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো- নতুন বাংলা, সম্মিলিত ইসলামী ঐক্যজোট, আম জনতার দল, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, লেবার পার্টি বাংলাদেশ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ গ্রিন ইনভারমেন্ট পার্টি, আমার দেশ আমার অধিকার পার্টি (এনডিএপি), বাংলাদেশ গণ মুক্তি পার্টি, বাংলাদেশ একুশে পার্টি, গণ অধিকার পার্টি (পিআরপি), বাংলাদেশ ছাত্র-জনতা পার্টি, বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (বিএসডিপি), বাংলাদেশ জাগ্রত জনতা পার্টি, গণতান্ত্রিক নাগরিক শক্তি (ডিসিপি), বাংলাদেশ সমতা পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ আ-আমজনতা পার্টি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এছাড়া যে সকল দল সময় বাড়ানোর আবেদন করেছে, সেগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশ রক্ষণশীল দল (বিসিপি), জনতা কংগ্রেস পার্টি, বাংলাদেশ প্রবাসী কল্যাণময় পার্টি, বাংলাদেশ জাস্টিস পার্টি (বাজাপা), বাংলাদেশ তৃণমূল জনতা পার্টি, বাংলাদেশ মুক্তি ঐক্যদল, বাংলাদেশ জনশক্তি পার্টি, বাংলাদেশ জাতীয় ভূমিহীন পার্টি (বিএমএলপি), বাংলাদেশ রিপাবলিক পার্টি ও বাংলাদেশ জনজোট পার্টি (বাজপা)।

এদিকে নিবন্ধন আবেদন করার সময় ইতিমধ্যে বাড়িয়ে ২২ জুন করেছে ইসি। এক্ষেত্রে আরও দুই মাস সময় পেল আগ্রহীরা।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    “রাজশাহীতে ১০ লাখ টাকা ছিনতাই চোখে ছিটালো মরিচের গুড়া”

    সংবাদ বিভাগ : রাজশাহী: রাজশাহীতে রিকশায় থাকা এক ব্যক্তির চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (২০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানার…

    “বড়াইগ্রামে যুবদল নেতার অর্ধগলিত মরাদেহ উদ্ধার”

    সংবাদ বিভাগ: নাটোরের বড়াইগ্রামে নিজের শোবার ঘর থেকে মো. আয়নাল হোসেন (৪৫) নামে এক যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের নটাবাড়িয়া গ্রাম…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *