সংবাদ বিভাগ: রাজশাহী: নাটোরের গুরুদাসপুরে মাদ্রাসার নামে সিধুলী বাজারে চাঁদা আদায়ে বিএনপি নেতার ভাগ চাওয়ার অভিযোগ মিথ্যা ও ভিক্তিহীন দাবী করেছেন নয়াবাজার হাট ইজারা কমিটি। শনিবার দুপুরে হাট অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ধারাবারিষা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও ইজারাদার রুবেল আহম্মেদ একথা জানান।
আয়োজকরা জানান, উপজেলার সিধুলী-চলনালী-পোয়ালশুড়া হযরত ওসমান গণি (রা:) ক্বওমি ও হাফিজিয়া মাদ্রাসার নামে নিকটবর্তী অস্থায়ী বাজার থেকে রশিদের মাধ্যমে টাকা আদায় করতো মাদ্রাসা কমিটির সদস্যরা। মাদ্রাসার সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল মজিদের নেতৃত্বে ওই অর্থের সিংহভাগ চলে যেত আয়দায়কারী সহ ওই নেতার পকেটে।
আয়োজকরা আরো জানান, মাদ্রাসার পক্ষে যুব সমাজের ব্যানারে শুক্রবার সংবাদ সম্মেলনে আ’লীগের ওই নেতার চাঁদা আদায়ের ঘটনা আড়াল করতেই জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল আজিজকে জড়িয়ে চাঁদার ভাগ চাওয়ার মিথ্যা অভিযোগ করা হয়েছে। ওই অসার বক্তব্য প্রত্যাহারের দাবী জানান তারা।
সংবাদ সম্মেলনে ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহীন কাওছার, আলাউদ্দিন চুনু, মাহমুদুজ্জামান সোহাগ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ফারুক আহম্মেদ, যুবদল নেতা অরিফুল ইসলাম, ছাত্রদলের স্বপন আহম্মেদ ও আশরাফুল আলম আছাদ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল মাদ্রাসা কমিটির সদস্যদের ১২ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন রুবেল আহম্মেদ। মামলায় ৮ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। এ ঘটনার পর থেকে মাদ্রাসা কমিটি সহ সংশ্লিষ্ট এলাকাবাসী আটকদের মুক্তির দাবীতে নানা কর্মসূচি পালন করে আসছেন। আসামীদের জামিন না হওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বিএনপি নেতা আব্দুল আজিজ বলেন, তার ভাবমূর্তি ক্ষুন্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে। ওই মাদ্রাসার সভাপতি উপজেলা আ’লীগের সাবেক সহসভাপতি আব্দুল মজিদ। ১৫ বছর ধরে তার নেতৃত্বেই উঠানো চাঁদার মোটা অংশ তিনি ও তার সহকারীরা ভোগ করে আসছেন। তার দাবী মাদরাসার নামে তোলা অর্থ সম্পুর্ণরুপে মাদরাসার স্বার্থেই ব্যয় করা হোক।
মাদ্রাসার সভাপতি আ’লীগ নেতা আব্দুল মজিদ বলেন, সরকার পতনের পরে তিনি সভাপতি পদে থাকলেও কোনো কার্যক্রমে নেই। তার সিদ্ধান্তের বাইরে ওই মাদ্রাসার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।