“বড়াইগ্রামে পুকুর খননে পাঁচ লাখ টাকা জরিমানা”

সংবাদ বিভাগ: রাজশাহী:নাটোরের বড়াইগ্রামে অবৈধভাবে তিন ফসলী জমিতে পুকুর খননের অভিযোগে খায়রুল ইসলাম নামে এক ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম এ দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্ত খায়রুল ইসলাম উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা দিয়ারপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

এদিকে বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় অফিসের সহায়তায় পৃথক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীকোল এলাকার ভাই ভাই ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীর মালিক জহুরুল ইসলাম ও নিউ কুমিল্লা বেকারীর মালিক কামাল হোসেন এবং রয়না মোড়ের রাবেয়া বেকারীর মালিক আবুল কালাম আজাদকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকা ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে এসব জরিমানা করেন।

এ সময় বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় অফিসের মাঠকর্মী দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    “৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন সাময়িকভাবে স্থগিত”

    সংবাদ বিভাগ: ২২/০৪/২০২৫ ইং)ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (পলিটেকনিক) শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য…

    “আ.লীগকে ১৫ দিনের মধ্যে নিষিদ্ধ করতে হবে: এনসিপি”

    সংবাদ বিভাগ: আগামী ১৫ দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২১ এপ্রিল) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের রাজনৈতিক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *