মানবপাচারের পর জিম্মি ও নির্যাতন, মুক্তিপণ আদায় চক্রের হোতা গ্রেফতার

সংবাদ বিভাগ: রাজশাহী :বিদেশে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে বাংলাদেশি যুবকদের আফ্রিকার বিভিন্ন দেশে জিম্মি ও নির্যাতন করে পরিবারের কাছে মুক্তিপণ আদায়কারী চক্রের হোতা জাহিদ হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে র‍্যাব-৫ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করা হয়েছে।

গ্রেপ্তার জাহিদের গ্রামের বাড়ি নওগাঁ জেলার রাণীনগর থানার সিঙ্গারা পাড়া গ্রামে।

র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, ইয়াকুব আলী নামে কুড়িগ্রামের এক যুবক প্রতারণার শিকার হয়ে আলজেরিয়া তিউনিসিয়া ও লিবিয়ায় আটকা পড়েন। এ সময় তাকেসহ আরও অনেক বাংলাদেশি যুবককে নানাভাবে নির্যাতন করে পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হতো। যার মূলে ছিলেন নওগাঁর জাহিদ হোসেন। এ অবস্থায় লিবিয়ায় অবস্থিত বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে ভুক্তভোগীরা বাংলাদেশে ফিরতে পারলেও পরিবার হারায় মোটা অঙ্কের টাকা। গত ৯ জানুয়ারি ইয়াকুব আলী কুড়িগ্রামে এলে আসামিদের নামে সংশ্লিষ্ট থানায় মামলা করেন।

আর ওই মামলার প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ জেলার রাণীনগর থানার সিঙ্গারা পাড়া এলাকায় নিজ বসতবাড়ি থেকে মানবপাচার ও মুক্তিপণ আদায়কারী চক্রের হোতা জাহিদ হোসেনকে গ্রেপ্তার করে র‌্যাব।

সংবাদ সম্মেলনে আরও বলা হয় যে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জাহিদ হোসেন এসব ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাই আজ রাতের মধ্যে তাকে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হবে বলেও জানান র‌্যাব-৫ এর ঊর্ধ্বতন এ কর্মকর্তা।

 

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    “(ধানের সাথে মাছ চাষ) গুরুদাসপুর ও বড়াইগ্রামের প্রেক্ষাপটে সম্ভাবণা ও বাস্তবতা”

    ভেতরের খবর নিউজ ডেস্ক: সম্প্রতি নাটোর জেলা বিএনপির অন্যতম সদস্য প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল তাঁর একটি ফেসবুক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত গবেষণালব্ধ একটি প্রতিবেদন প্রকাশ করেন; তাঁর ফেসবুক…

    “মে মাসের শুরুতেই শেখ হাসিনার বিচার :প্রধান উপদেষ্টা”

    সংবাদ বিভাগ: রাজশাহী :জুলাই-আগস্ট গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার মে মাসের শুরুতেই শুরু হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *