“যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নিষিদ্ধ হচ্ছে”

সংবাদ বিভাগ :রাজশাহী: আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (৮ মে) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ কথা জানান।

এর আগে গত বছরের ২৩ অক্টোবর আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার।

ফেসবুক পোস্টে আসিফ বলেন, নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহ খানেক আগে থেকেই প্রসেস করে সব ফরমালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে।

তিনি আরও বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোর নিষিদ্ধ এবং রাজনৈতিকভাবে নিশ্চিহ্নকরণ নিশ্চিত করাই জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার।

  • Related Posts

    “দেশকে গ্লোবাল ম্যানুফেকচারিং হাব করতে চাই :আশিক চৌধুরী”

    সংবাদ বিভাগ :রাজশাহী: আমরা বাংলাদেশকে গ্লোবাল ম্যানুফেকচারিং হাব করতে চাই। কবে বলতে পারবো, লক্ষ্য ১০ বছরের মধ্যে। পোর্টের জার্নির এমবিশন কিন্তু ৫-৬ বছরের মধ্যে ক্লোজ করা উচিত। চট্টগ্রামের সব পোর্ট…

    “আওয়ামিলীগ নিষিদ্ধ না হওয়া অবধি যমুনায় অবস্থান কর্মসূচি হাসনাতের”

    সংবাদ বিভাগ : এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের রাস্তা ঘেরাও করে আন্দোলন করছে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে একটি দল। সেখানে মুহুর্মুহু স্লোগান দিয়ে আওয়ামী লীগকে দলীয়ভাবে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *