“সাবেক মেয়র লিটনের আলোচিত সেই পিএ গ্রেফতার”

সংবাদ বিভাগ :রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুল ওয়াহেদ খান টিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) ভোরে নওগাঁর বদলগাছি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নওগাঁর বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সাবেক মেয়রের পিএ টিটুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ওয়াহেদ খান টিটু রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। মহাগরীতে কিশোর গ্যাং চক্রের অন্যতম হোতা তিনি। এছাড়া তিনি লিটনের বিভিন্ন অপকর্মের অন্যতম সহযোগী বলে অভিযোগ রয়েছে। ৫ আগস্ট হাসিনার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

পুলিশ জানিয়েছে, বদলগাছিতে মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর চৌধুরীর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন টিটু। সাগর জেলায় জনি গ্রুপের সঙ্গে রাজনীতি করতেন। সেখানে আত্মগোপনে ছিলেন টিটু। শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

নওগাঁর বদলগাছি থানার ওসি সাইফুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে মামলা রয়েছে। আমরা আরও খোঁজখবর নিচ্ছি। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    “সাবেক এমপি ফারুক চৌধুরীর দেহরক্ষী গ্রেফতার”

    সংবাদ বিভাগ: রাজশাহী :রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আওয়ামী লীগ নেতা ওমর ফারুক চৌধুরীর অঘোষিত ‘দেহরক্ষী’ হিসেবে পরিচিত কাউসার আহমেদ বাবু ওরফে বিডিআর বাবুকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।…

    “দেশকে গ্লোবাল ম্যানুফেকচারিং হাব করতে চাই :আশিক চৌধুরী”

    সংবাদ বিভাগ :রাজশাহী: আমরা বাংলাদেশকে গ্লোবাল ম্যানুফেকচারিং হাব করতে চাই। কবে বলতে পারবো, লক্ষ্য ১০ বছরের মধ্যে। পোর্টের জার্নির এমবিশন কিন্তু ৫-৬ বছরের মধ্যে ক্লোজ করা উচিত। চট্টগ্রামের সব পোর্ট…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *