“সাবেক এমপি ফারুক চৌধুরীর দেহরক্ষী গ্রেফতার”

সংবাদ বিভাগ: রাজশাহী :রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আওয়ামী লীগ নেতা ওমর ফারুক চৌধুরীর অঘোষিত ‘দেহরক্ষী’ হিসেবে পরিচিত কাউসার আহমেদ বাবু ওরফে বিডিআর বাবুকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে তানোর থানা পুলিশ।

গ্রেপ্তার বাবু রাজশাহীর তানোর পৌরসভার আমশো মহল্লার বাসিন্দা। তার বাবার নাম মৃত মফিজ উদ্দিন।

বাবু এক সময় বিডিআরের সদস্য ছিলেন। ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, এরপর তিনি চাকরিচ্যুত হন। চাকরি হারিয়ে এলাকায় ফিরে তৎকালীন সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগীতে পরিণত হন।

অস্ত্র ব্যবহারে দক্ষতার কারণে ওমর ফারুক চৌধুরী তাকে দীর্ঘদিন ধরে অঘোষিত ‘দেহরক্ষী’ হিসেবে সঙ্গে রাখতেন। গত বছরের ৫ আগস্টের আগ পর্যন্ত বাবুকে সব সময় ফারুক চৌধুরীর সঙ্গে দেখা যেত। সেই সময় তার কোমরে একটি পিস্তল ঝোলানো থাকতো। স্থানীয়ভাবে তিনি ফারুক চৌধুরীর ‘দেহরক্ষী’ হিসেবেই পরিচিত ছিলেন।

তবে বাবু যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতেন সেটি তার নিজের, নাকি ওমর ফারুক চৌধুরীর লাইসেন্স করা অস্ত্র- তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। যদিও গ্রেপ্তারের সময় তার কাছ থেকে কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি।

রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, বাবু রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য ফারুক চৌধুরীর গানম্যান বা দেহরক্ষী ছিলেন কিনা, তা জানি না। তবে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বাবুর বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি এলাকায় ফেরার খবর পাওয়ার পরই বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর বাবুর আগ্নায়াস্ত্র ব্যবহারের বিষয়টি তারা তদন্ত করে দেখবেন।

  • Related Posts

    “সাবেক মেয়র লিটনের আলোচিত সেই পিএ গ্রেফতার”

    সংবাদ বিভাগ :রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুল ওয়াহেদ খান টিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) ভোরে নওগাঁর বদলগাছি থেকে তাকে গ্রেপ্তার…

    “দেশকে গ্লোবাল ম্যানুফেকচারিং হাব করতে চাই :আশিক চৌধুরী”

    সংবাদ বিভাগ :রাজশাহী: আমরা বাংলাদেশকে গ্লোবাল ম্যানুফেকচারিং হাব করতে চাই। কবে বলতে পারবো, লক্ষ্য ১০ বছরের মধ্যে। পোর্টের জার্নির এমবিশন কিন্তু ৫-৬ বছরের মধ্যে ক্লোজ করা উচিত। চট্টগ্রামের সব পোর্ট…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *