সংবাদ বিভাগ: রাজশাহী :অন্তর্বর্তী সরকারের প্রাথমিক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সরকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। বিদ্যালয়ে শিক্ষকসহ শিক্ষা বিভাগের শূন্যপদ পূরণ এবং শিখনঘণ্টা বৃদ্ধির বিষয়ে সরকার কাজ করছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় দক্ষ করে তোলাই নয়, বরং তারা যেন একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, সবার সঙ্গে মিলেমিশে জীবনযাপন করতে পারে—সে দিকেও বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। ভালো জীবনযাপনের জন্য লেখাপড়া যেমন জরুরি, তেমনি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি মঙ্গলবার দুপুরে নাটোরের বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রুম টু রিড’-এর সহায়তায় আয়োজিত পড়ালেখা উৎসব ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামান, অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান এনডিসি, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।
পরে প্রধান অতিথি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পরিদর্শন করেন, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।
উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।