“তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে বড়াইগ্রামে প্রস্তুতি সভা”

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):
আগামী ২৪মে রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে বড়াইগ্রামে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) বিকেলে বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দল, বনপাড়া পৌর স্বেচ্ছাসেবক দল ও বড়াইগ্রাম পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে বনপাড়া পৌর হলরুমে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহীন খলিফা, বনপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান মেমন, বড়াইগ্রাম পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নয়ন, বনপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাদিমুল ইসলাম নয়ন সহ উপজেলার নয়টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও আহবায়ক বৃন্দ।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

 

  • Related Posts

    “বড়াল নদীকে বাঁচাতে এসেছি আমরা ” পরিবেশ,বন ও জলবায়ু উপদেষ্টা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী): নাটোরের বড়াইগ্রামে বড়াল নদী পরিদর্শনে এসে বড়াল নদীকে বাঁচাতে এসেছি আমরা বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, ‌‘বড়াল অবশ্যই…

    “ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হলো নতুন বৈদ্যুতিক শ্যাটল সার্ভিস।”

    ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত চালু হল নতুন শ্যাটল সার্ভিস। প্রথমবারের মত যানবাহনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে। এই বাহনটিতে মোট ১৪ জন বসে যাতায়াত করতে পারবে। প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *