“বড়াল নদীকে বাঁচাতে এসেছি আমরা ” পরিবেশ,বন ও জলবায়ু উপদেষ্টা

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):
নাটোরের বড়াইগ্রামে বড়াল নদী পরিদর্শনে এসে
বড়াল নদীকে বাঁচাতে এসেছি আমরা
বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেছেন, ‌‘বড়াল অবশ্যই সিএস খতিয়ান ধরেই হবে। যদি কোনো কারনে বড়ালের স্বাভাবিক প্রবাহ সিএস থেকে সরে যায়, তখন এস এ, আর এস খতিয়ান দেখা হবে।আমি পানি উন্নয়ন বোর্ডকে বলেছি, সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে। আগামী ঈদের আগেই তাদের কাজ শেষ করতে বলা হয়েছে। আমরা প্রথম ফেজটা শেষ করে এবং দ্বিতীয় ফেজটা অনুমোদন দিয়ে যেতে চাই।’
সোমবার (১৯ মে) দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়নের আটঘরিয়া এলাকায় বড়াল-১ ভেল্ট রেগুলেটর ও বড়াল নদী পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় উপদেষ্টা আরও বলেন, গত ৫৪ বছরে নদীকে যেভাবে দখল, পরিবেশগত প্রভাব নিরূপণ না করে অবকাঠামো দিয়ে এবং এক ধরনের জেদ করে নদীর যে ক্ষতিটা আমরা করেছি তা এক-দেড় বছরে সরকারের পক্ষে পুরো সমাধান করা সম্ভব না।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সবকিছু সমাধান করা না গেলেও সমস্যা সমাধানে রূপরেখা করে যাওয়া সম্ভব, যা ইতোমধ্যেই আমরা শুরু করেছি।

এর অংশ হিসেবে প্রতিটা বিভাগে আমরা একটি করে নদী নিয়েছি। আসলে প্রতিটি জেলায় একটি করে নদী দখলমুক্ত-দূষণমুক্ত করার পরিকল্পনা নিয়েছি।
সেগুলোর কাজ করে যাওয়ার সময় আমরা পাবো না। ফলে প্রতিটি বিভাগে একটি করে নদী, কক্সবাজারে একটি ও ঢাকায় আলাদা চারটি নদীর পরিকল্পনা করে বাজেট এনে কাজ শুরু করে দেওয়ার চেষ্টা করছি।

এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোবাশশেরুল ইসলাম ও মোখলেসুর রহমান, পানি সম্পদ রাজশাহী অঞ্চলের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোম্বতীত, পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হুসাইন, বড়াইগ্রামের ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস, এসি (ল্যান্ড) আশরাফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলী আকবর সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    “ইডেন কলেজের ছাত্রীকে ৭ মাস বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগ নোবেলের বিরুদ্ধে”

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেল ইডেন কলেজের এক ছাত্রীকে ৭ মাস একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করছিলেন। জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কলে পেয়ে বাসাটি…

    “যৌথ সভা ডেকেছে বিএনপি”

    ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী): জরুরি যৌথসভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার (২০ মে) দুপুর ২টার দিকে রাজধানীর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *