“৫৪ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি”

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):
পদ্মাসহ দেশের ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি জানানো হয়েছে।

বুধবার (২১ মে) রাজশাহীতে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়েছে। বিকেল ৫টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) রাজশাহী জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর ফারাক্কা লং মার্চের ৪৯ বছর অতিবাহিত হলেও আজ পর্যন্ত ভারতের নদী আগ্রাসন নীতির কোনো আগ্রগতি হয়নি। ভারত বাংলাদেশের পদ্মা নদীর উজানে ফারাক্কা বাঁধ তৈরি করে বাংলাদেশের ৫৪টি অভিন্ন নদী এখন বিলুপ্তির পথে। ১৯৭৬ সালে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ভারতের নদী আগ্রাসন নীতির বিরুদ্ধে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ডাক দেন।

মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী এক অনন্য সংগ্রামী নেতা। ভারত আন্তর্জাতিক নদীনীতি অমান্য করে, বাংলাদেশের নদীগুলোতে পানির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। ভারতের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

এ সময় বক্তারা বাংলাদেশকে শুকিয়ে মারার ভারতীয় চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। এছাড়া গ্যারান্টি ক্লজ যুক্ত করে নতুন গঙ্গা পানি বণ্টন চুক্তির উদ্যোগ নেওয়ারও দাবি জানানো হয়।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আলফাজ হোসেন যুবরাজ, সদস্য সচিব শামসুল আবেদীন ডন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাবি শাখার আহ্বায়ক মাহফুজ আহমেদ।

  • Related Posts

    “ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচারের দাবীতে সারাদিন ব্যাপি রাজধানীর শাহবাগ অবরোধের কর্মসূচি ছাত্রদলের।”

    ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়া সাম্য হত্যার বিচারের দাবীতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ…

    “ইডেন কলেজের ছাত্রীকে ৭ মাস বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগ নোবেলের বিরুদ্ধে”

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেল ইডেন কলেজের এক ছাত্রীকে ৭ মাস একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করছিলেন। জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কলে পেয়ে বাসাটি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *