
ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী): রাজধানীর মধ্যবাড্ডায় দূর্বৃত্তের এলোপাতাড়ি গুলির আঘাতে প্রাণ হারান বিএনপি নেতা কামরুল আহসান সাধন।
রোববার (২৫ শে মে) দিবাগত রাতে রাজধানীর মধ্যবাড্ডায় গুদারাঘাটে এ ঘটনা ঘটে। উক্ত এলাকার অফিসার্স ইনচার্জ (ওসি) সাইফুল ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানিয়েছেন, দিবাগত রাত ১০ টার দিকে গুদারাঘাটে চেয়ারে বসে আড্ডা দিচ্ছিলো সাধন হঠাৎ মাস্ক পরিহিত মুখ ঢাকা দু’জন ব্যক্তি এসে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। গুলির আঘাতে মাটিয়ে লুটিয়ে ছটফট করতে থাকে সাধনের দেহ।
তাৎক্ষণিকভাবে হস্পিটালে নিয়ে যাওয়া হলে হস্পিটাল কতৃপক্ষ সাধনকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তদন্ত আরম্ভ করেছে। খুব শীগ্রই খুনীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন। সাধন ইন্টারনেট কেবলের বিজনেস করতেন। ব্যবসায়ীক নাকি রাজনৈতিক কারণে সাধনকে হত্যা করা হয়েছে তদন্ত করে দেখা হবে জানানো হয়েছে।