“রাজধানীর বাড্ডায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা।”

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী): রাজধানীর মধ্যবাড্ডায় দূর্বৃত্তের এলোপাতাড়ি গুলির আঘাতে প্রাণ হারান বিএনপি নেতা কামরুল আহসান সাধন।

রোববার (২৫ শে মে) দিবাগত রাতে রাজধানীর মধ্যবাড্ডায় গুদারাঘাটে এ ঘটনা ঘটে। উক্ত এলাকার অফিসার্স ইনচার্জ (ওসি) সাইফুল ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানিয়েছেন, দিবাগত রাত ১০ টার দিকে গুদারাঘাটে চেয়ারে বসে আড্ডা দিচ্ছিলো সাধন হঠাৎ মাস্ক পরিহিত মুখ ঢাকা দু’জন ব্যক্তি এসে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। গুলির আঘাতে মাটিয়ে লুটিয়ে ছটফট করতে থাকে সাধনের দেহ।

তাৎক্ষণিকভাবে হস্পিটালে নিয়ে যাওয়া হলে হস্পিটাল কতৃপক্ষ সাধনকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তদন্ত আরম্ভ করেছে। খুব শীগ্রই খুনীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন। সাধন ইন্টারনেট কেবলের বিজনেস করতেন। ব্যবসায়ীক নাকি রাজনৈতিক কারণে সাধনকে হত্যা করা হয়েছে তদন্ত করে দেখা হবে জানানো হয়েছে।

 

  • Related Posts

    “বর্ষাকালে কেমন থাকে বাংলাদেশ”

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  বৃষ্টি প্রকৃতির এক অপূর্ব উপহার। এটি শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং মানুষের জীবনযাত্রা, কৃষিকাজ ও প্রকৃতির সৌন্দর্যকেও প্রভাবিত করে। বিশেষ করে বাংলাদেশে বৃষ্টির গুরুত্ব…

    “নোয়াখালীর হাতিয়া: প্লাবিত নিঝুমদ্বীপ, যোগাযোগ বিচ্ছিন্ন”

    ভেতরের খবর নিউজ ডেস্ক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় টানা বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। এর ফলে নিঝুমদ্বীপের ৯টি ওয়ার্ডের প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *