“সীমান্তে নিরাপত্তার কোন অভাব নেই :স্বরাষ্ট্র উপদেষ্টা “

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে নিরাপত্তার কোনো অভাব নেই।

বুধবার (২৭ মে) সকালে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমিতে অনুষ্ঠিত সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আমাদের বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। সীমান্তে পুশ-ইনের ঘটনায় ইতোমধ্যেই প্রতিবাদ জানানো হয়েছে।

পাশাপাশি, যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশিদের পাঠানোর জন্য ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে বলেও উল্লেখ করেন উপদেষ্টা।

তিনি আরও বলেন, সীমান্তে পুশ-ইনের ঘটনা বেড়েছে। তবে তারা তো আমাদের দেশেরই লোক। তাই আমরা ভারতকে বলেছি, আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে অবৈধ বাংলাদেশি বসবাসকারীদের ফেরত পাঠানোর জন্য। কিন্তু তারা সেটা করছে না। এ নিয়ে আমাদের উচ্চপর্যায়ে বৈঠক হয়েছে। আমরা পরিস্থিতি মনিটর করছি।

এদিকে রাজশাহীতে কারারক্ষীদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কারাগারকে ‘কারেকশন সেন্টার’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে আমাদের। সেখানে বন্দিরা কাজ করে অর্থ উপার্জনের সুযোগ পাবেন। এতে তাদের পরিবারের ভরণপোষণ সহজ হবে এবং বন্দিদের জন্য থাকা, খাওয়াসহ কাজের পরিবেশ আরও সুন্দর ও উন্মুক্ত হবে।

এ সময় তিনি রাজনৈতিক বন্দীদের প্রতিও আইনের শাসনের অধীনে যতটা সম্ভব সমতার সঙ্গে আচরণের ওপর গুরুত্বারোপ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আসন্ন কোরবানির ঈদে দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি অতীতের তুলনায় ভালো। গত ঈদও ভালোভাবে সম্পন্ন হয়েছে, এবারও তেমনই হবে বলে আশা করা যাচ্ছে।
তিনি কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সেরও প্রশংসা করেন।

এই প্রশিক্ষণ কোর্সে মোট ১৮ জন নবীন ডেপুটি জেলার তিন মাস ও ৫০৮ জন কারারক্ষী ছয় মাসব্যাপী তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সমাপনী কুচকাওয়াজে বিভিন্ন ক্ষেত্রে সেরা ডেপুটি জেলার ও নবীন কারারক্ষীদের সম্মাননা তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানসহ জেলা পুলিশ, বিজিবি ও শীর্ষ কারা কর্মকর্তারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    “বর্ষাকালে কেমন থাকে বাংলাদেশ”

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  বৃষ্টি প্রকৃতির এক অপূর্ব উপহার। এটি শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং মানুষের জীবনযাত্রা, কৃষিকাজ ও প্রকৃতির সৌন্দর্যকেও প্রভাবিত করে। বিশেষ করে বাংলাদেশে বৃষ্টির গুরুত্ব…

    “নোয়াখালীর হাতিয়া: প্লাবিত নিঝুমদ্বীপ, যোগাযোগ বিচ্ছিন্ন”

    ভেতরের খবর নিউজ ডেস্ক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় টানা বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। এর ফলে নিঝুমদ্বীপের ৯টি ওয়ার্ডের প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *